এসএসসি পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশ | ১৯ নভেম্বর ২০১৮, ০০:০০

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক, শিক্ষা নিকেতন, চঁাদপুর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর অধ্যায়-৩ ২৬. প্রিয়াংকা যে ধরনের ডিজিটাল কনটেন্ট ব্যবহার করেছে তার বৈশিষ্ট্য হলোÑ র. মোবাইল ফোনে ব্যবহারযোগ্য রর. লিখিত তথ্যের পরিমাণ বেশি ররর. এতে অ্যানিমেশন যোগ করা যায় নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর সঠিক উত্তর : খ. র ও ররর ২৭. শব্দ বা অডিও আকারের সব কনটেন্ট কোন প্রকারের অন্তভুর্ক্ত? ক. ভিডিও খ. অডিও গ. টেক্সট ঘ. পিকচার সঠিক উত্তর : খ. অডিও ২৮. কোনটি অডিও কনটেন্ট? ক. ইন্টারনেট খ. কাটুর্ন গ. গ্রাফিক্স ঘ. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট সঠিক উত্তর : ঘ. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট ২৯. ওয়েবিনারো কোন জাতীয় ডিজিটাল কনটেন্ট? ক. শব্দ খ. টেক্সট গ. ভিডিও স্ট্রিমিং ঘ. অ্যানিমেশন সঠিক উত্তর : ক. শব্দ ৩০. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোন ধরনের ডিজিটাল কনটেন্ট? ক. শ্বেতপত্র খ. শব্দ গ. ছবি ঘ. ভিডিও সঠিক উত্তর : খ. শব্দ ৩১. নিচের কোনটি অডিও কনটেন্টের আওতাভুক্ত? ক. ভিডিও ফাইল খ. অডিও ফাইল গ. লিখিত ফাইল ঘ. কম্পিউটারের ফাইল সঠিক উত্তর : খ. অডিও ফাইল