বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
বিষয় :অর্থনীতি

জা না র আ ছে অ নে ক কি ছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২৩ জানুয়ারি ২০২২, ০০:০০
অ্যাডাম স্মিথ

প্রশ্ন : আন্তর্জাতিক বাণিজ্যের আধুনিক তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর : হেকসান ওলিন।

প্রশ্ন : অর্থনীতিকে 'গার্হস্থ্য ব্যবস্থাপনা' বলে আখ্যায়িত করেছেন কে?

উত্তর : অ্যারিস্টটল।

প্রশ্ন : ক্লাসিক্যাল স্কুল অব থটের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : অ্যাডাম স্মিথ।

প্রশ্ন : পুঁজিবাদী অর্থনীতির মূল নিয়ন্ত্রক কী?

উত্তর : মূল্য।

প্রশ্ন : পুঁজিবাদী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তর : সম্পদের ব্যক্তি মালিকানা।

প্রশ্ন : বাজার অর্থনীতি কী?

উত্তর : আধুনিক মতবাদ।

প্রশ্ন : অর্থনীতিকে কল্যাণের বিজ্ঞান হিসাবে অভিহিত করেছেন কে?

উত্তর : মার্শাল।

প্রশ্ন : অর্থনীতিতে সর্বপ্রথম মুক্তবাণিজ্য ধারণা দেন কে?

উত্তর : অ্যাডাম স্মিথ।

প্রশ্ন : সর্বপ্রথম অর্থনীতিকে রাষ্ট্রনীতি হতে আলাদা বিষয়ের মর্যাদা দেন কে?

উত্তর : অ্যাডাম স্মিথ।

প্রশ্ন : আধুনিক যুগের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ কে?

উত্তর : এল রবিন্স।

প্রশ্ন : 'উুহধসরশ ঞযবড়ৎু' বা গতিশীলতার তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর : জি, বি ক্লার্ক।

প্রশ্ন : মুনাফার ঝুঁকিবহন তত্ত্ব বা 'জরংশ ইবধৎরহম :যবড়ৎু ড়ভ ঢ়ৎড়ভরঃ'-এর প্রবক্তা কে?

উত্তর : ওয়াকার।

প্রশ্ন : 'মজুরি নির্ধারণ তত্ত্ব'-এর প্রবক্তা কে?

উত্তর : ল্যাসালেক (জার্মানি)।

প্রশ্ন : ভূমির খাজনা তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর : ডেভিড রিকার্ডো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে