নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২২, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা ৬৮।'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? (ক) বন্দি শিবির থেকে (খ) আমি অনাহারী (গ) বাংলাদেশ স্বপ্ন দ্যাখে (ঘ) দুঃসময়ের মুখোমুখি সঠিক উত্তর : (ক) বন্দি শিবির থেকে ৬৯। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় 'স্বাধীনতা' শব্দটি কত বার ব্যবহৃত হয়েছে? (ক) ১০ বার (খ) ১১ বার (গ) ৯ বার (ঘ) ১২ বার সঠিক উত্তর : (খ) ১১ বার ৭০। শহরের বুকে কোন রঙের ট্যাঙ্ক এলো? (ক) নীল (খ) লাল (গ) জলপাই (ঘ) সবুজ সঠিক উত্তর : (গ) জলপাই ৭১। কিসের জন্য সাকিনা বিবির কপাল ভাঙল? (ক) স্বাধীনতার জন্য (খ) পরাধীনতার জন্য (গ) পাকসেনাদের জন্য (ঘ) সাহসিকতার জন্য সঠিক উত্তর : (ক) স্বাধীনতার জন্য ৭২। হরিদাসী কোন ধর্মের? (ক) ইসলাম (খ) খ্রিষ্টান (গ) বৌদ্ধ (ঘ) সনাতন সঠিক উত্তর : (ঘ) সনাতন ৭৩। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় 'হে স্বাধীনতা' কথাটি কতবার ব্যবহৃত হয়েছে? (ক) ৭ বার (খ) ৯ বার (গ) ৬ বার (ঘ) ৮ বার সঠিক উত্তর : (ঘ) ৮ বার ৭৪। অবুঝ শিশু কোথায় হামাগুড়ি দিল? (ক) লাশের ওপর (খ) খাবারের ওপর (গ) পিতা-মাতার লাশের ওপর (ঘ) রাস্তার ওপর সঠিক উত্তর : (গ) পিতা-মাতার লাশের ওপর ৭৫। উক্ত কবিতায় 'তুমি আসবে বলে, হে স্বাধীনতা' চরণটি কতবার ব্যবহৃত হয়েছে? (ক) ৩ বার (খ) ৪ বার (গ) ৫ বার (ঘ) ৬ বার সঠিক উত্তর : (গ) ৫ বার ৭৬। 'অপরাহ্ন' শব্দের আভিধানিক অর্থ হলো- (ক) সকাল (খ) সন্ধ্যা (গ) বিকাল (ঘ) রাত সঠিক উত্তর : (গ) বিকাল ৭৭। কবি শামসুর রাহমানের কাব্যধারায় কোন বৈশিষ্ট্য সার্থকভাবে প্রকাশ পেয়েছে? (ক) মধ্যযুগের (খ) অতি আধুনিক (গ) পুরাতন (ঘ) প্রাচীন সঠিক উত্তর : (খ) অতি আধুনিক ৭৮। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় 'আর কত বার ভাসতে হবে রক্তগঙ্গায়'-এই চরণ শেষে যে চিহ্নটি ব্যবহৃত হয়েছে- (ক) ! (খ)। (গ) ? (ঘ) ; সঠিক উত্তর : (গ) ? ৭৯। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার শেষ লাইনটি হলো- (ক) 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' (খ) 'তুমি আসবে বলে, হে স্বাধীনতা' (গ) 'সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য, হে স্বাধীনতা' (ঘ) 'তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।' সঠিক উত্তর : (ঘ) 'তোমাকে আসতেই হবে, হে স্বাধীনতা।' ৮০। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতার প্রেক্ষাপট কোন সালের প্রতি ইঙ্গিত করে? (ক) ১৯৫২ (খ) ১৯৬৬ (গ) ১৯৭১ (ঘ) ১৯৪৭ সঠিক উত্তর : (গ) ১৯৭১ ৮১। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় কোন ভাবটি প্রকাশ পেয়েছে? (ক) সংগ্রামী মানুষের চেতনা (খ) স্বাধীনতার শক্তি ও সৌন্দর্য (গ) মুক্তিযুদ্ধের চেতনা (ঘ) বাঙালির বীরত্ব সঠিক উত্তর : (গ) মুক্তিযুদ্ধের চেতনা ৮২। 'রক্তগঙ্গায়', 'খন্ডদাহন', 'ভগ্নস্তূপ', 'আর্তনাদ' ইত্যাদি শব্দগুচ্ছ ব্যবহৃত কবিতাটি হলো- (ক) মানুষ (খ) ঝর্ণার গান (গ) পলিস্নজননী (ঘ) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা সঠিক উত্তর : (ঘ) তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা