নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২২, ০০:০০

মো. ইমরান হোসেন, সহকারী শিক্ষক, ইস্টার্ন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, দনিয়া, ঢাকা য়
তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা ৮৩। 'ছাত্রাবাস, বস্তি উজাড় হলো।' এর মধ্য দিয়ে প্রকাশ পায়- (ক) দেশপ্রেম (খ) আক্রমণাত্মক ভাব (গ) পাকিস্তানিদের বর্বরতা (ঘ) বাঙালির পরাজয় সঠিক উত্তর : (গ) পাকিস্তানিদের বর্বরতা ৮৪। 'একটি নতুন পৃথিবীর জয় হতে চলেছে'-এর দ্বারা বোঝানো হয়েছে- (ক) মুক্তিযুদ্ধকে (খ) বাংলাদেশের স্বাধীনতাকে (গ) মুক্তিযুদ্ধের চেতনাকে (ঘ) নবজাগরণকে সঠিক উত্তর : (খ) বাংলাদেশের স্বাধীনতাকে ৮৫। 'মোলস্নাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নড়বড়ে খুঁটি ধরে দগ্ধ ঘরের।' যে দিকটির প্রতি ইঙ্গিত বহন করে- (ক) স্বাধীনতার প্রতীক্ষা (খ) হতাশা (গ) দুঃখকাতরতা (ঘ) অনুরাগ সঠিক উত্তর : (ক) স্বাধীনতার প্রতীক্ষা ৮৬। 'তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা' কবিতায় 'তেজি তরুণ' কোন চরিত্রটির সঙ্গে সমর্থনযোগ্য? (ক) হানাদার বাহিনী (খ) তরুণ মুক্তিযোদ্ধা (গ) সেনাবাহিনী (ঘ) রাজাকার সঠিক উত্তর : (খ) তরুণ মুক্তিযোদ্ধা আমার পরিচয় ১. আমার পরিচয় কবিতায় কতটি নদীর কথা উলেস্নখ আছে? ক. সাত শত খ. বারো শত গ. তেরো শত ঘ. চৌদ্দ শত উত্তর : গ. তেরো শত ২. বৌদ্ধবিহার কোথায় অবস্থিত? ক. কুমিলস্না খ. পাহাড়পুর গ. মধুটিলা ঘ. দিনাজপুর উত্তর : খ. পাহাড়পুর ৩. বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শনের নাম- ক. শ্রীকৃষ্ণ কীর্তন খ. ব্রজবুলি গ. চন্ডীমঙ্গল ঘ. চর্যাপদ উত্তর : ঘ. চর্যাপদ ৪. দেউল শব্দের অর্থ- ক. দেবতা খ. দরজা গ. দেবালয় ঘ. উপাসনা উত্তর : গ. দেবালয় ৫. নিচের কোন কাব্যগ্রন্থ থেকে আমার পরিচয় কবিতাটি নেওয়া হয়েছে? ক. ধূলি ও সাগর দৃশ্য খ. ছোবল গ. কিশোর কবিতা সমগ্র ঘ. ছাড়পত্র উত্তর : গ. কিশোর কবিতা সমগ্র ৬. আমি তো এসেছি র. চর্যাপদের অক্ষরগুলো থেকে রর. কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে ররর. পালযুগ নামে চিত্রকলার থেকে নিচের কোনটি সঠিক? ক. র ও রর খ. রর ও ররর গ. র ও ররর ঘ. র, রর ও ররর উত্তর : ঘ. র, রর ও ররর ৭. কবি কার বিদ্রোহী গ্রাম থেকে এসেছেন? ক. ক্ষুদিরামের খ. তিতুমীরের গ. সূর্য সেনের ঘ. কৈবর্তের উত্তর : ঘ. কৈবর্তের ৮. 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।' এটি বাঙালির- ক. মূলমন্ত্র খ. বীজমন্ত্র গ. জাতীয় মন্ত্র ঘ. শ্রেষ্ঠমন্ত্র উত্তর : খ. বীজমন্ত্র ৯. আমার পরিচয় কবিতায় কয়টি কাব্যগ্রন্থের কথা উলেস্নখ আছে? ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি উত্তর : খ. ২টি ১০. কবি বিভেদের রেখা মুছে দিয়ে কিসের ছবি আঁকবেন? ক. একতার খ. ভ্রাতৃত্বের গ. সাম্যের ঘ. ঐক্যের উত্তর : গ. সাম্যের ১১. জমির সীমানার পথকে কী বলে? ক. সরুপথ খ. আলপথ গ. রেখাপথ ঘ. মূলপথ উত্তর : খ. আলপথ ১২. নিচের কোনটি মৈমনসিংহ গীতিকার পালা? ক. কমলার দীঘি খ. মহুয়ার পালা গ. বেহুলার বাসর ঘ. ক ও খ উত্তর : ঘ. ক ও খ ১৩. বাংলাদেশের জাতীয় সেস্নাগান- ক. জয় বাংলাদেশ খ. জয় বাংলা গ. বাংলাদেশ জিন্দাবাদ ঘ. বাংলা জিন্দাবাদ উত্তর : খ. জয় বাংলা ১৪. আমার পরিচয় কবিতায় ফুটে উঠেছে ক. বাংলার রূপবৈচিত্র্য খ. বাঙালি জাতির ইতিহাস গ. কবির আত্মপ্রেম ঘ. বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উত্তর : খ. বাঙালি জাতির ইতিহাস ১৫. সৈয়দ শামসুল হকের জন্ম কোন জেলায়? ক. শেরপুর খ. বরিশাল গ. চট্টগ্রাম ঘ. কুড়িগ্রাম উত্তর : ঘ. কুড়িগ্রাম৫