বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ডিআইইউর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ম শিক্ষা জগৎ ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২২, ০০:০০

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ২০তম প্রতিষ্ঠা দিবস ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রাঙ্গণে উদযাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. মমিনুল হক মজুমদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এস এম সামছুল আলম, মানবিক ও সামাজিক অনুষদের ডিন অধ্যাপক এ এম এম হামিদুর রহমান, বাণিজ্য ও উদ্যোক্তা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর মো. মাসুম ইকবাল, পরিচালক (আন্তর্জাতিক) ডক্টর মো. ফখরে হোসেন, পরিচালক (স্টুডেন্ট অ্যাফেয়ার্স) সৈয়দ মিজানুর রহমান, লাইব্রেরিয়ান মিলন খান ও সব বিভাগীয় প্রধানরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উলেস্নখ্য, ২০০২ সালের ২৪ জানুয়ারি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-১৯৯২ এর অধীনে গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের অনুমোদনক্রমে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কার্যক্রম শুরু করে। স্বল্পসময়ের মধ্যে ড্যাফোডিল দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে স্থান করে নিতে সক্ষম হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে