নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২২, ০০:০০

ম শিক্ষা জগৎ ডেস্ক
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবাগত শিক্ষার্থীদের ভার্চুয়াল ওরিয়েন্টেশন ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এবার বিশ্ববিদ্যালয়ের চারটি অনুষদের ১৬টি বিভাগে স্নাতক (সম্মান) কোর্সে ভর্তির সুযোগ পেয়েছেন সতেরশ'-এর অধিক শিক্ষার্থী। সেই সঙ্গে ভর্তি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রায় ৬৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। নর্থ সাউথ ইউনিভার্সিটির জনসংযোগ অফিসের পরিচালক জামিল আহমেদ এর সঞ্চালনা করেন। ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ। অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির এলামনাই এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সান হোসে (ঝধহ ঔড়ংব) স্টেট ইউনিভার্সিটির কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের সহকারী অধ্যাপক ডক্টর ফারিয়া মাহজাবীন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য মিস ইয়াসমীন কামাল।