অষ্টম শ্রেণির পড়াশোনা

বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২২, ০০:০০

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর য়
প্রথম অধ্যায় নিচের অনুচ্ছেদটি পড়ো ৯৩ এবং ৯৪নং প্রশ্নের উত্তর দাও : \হসতের শতকের শেষের দিকে একজন ইংরেজ গভর্নর নিজেদের অনুগত শ্রেণি তৈরির জন্য হিন্দু ও মুসলমানদের জন্য দুটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। ৯৩। অনুচ্ছেদে কোন শাসকের ইঙ্গিত করা হয়েছে? (ক) উইলিয়াম হেজেজ (খ) লর্ড হার্ডিঞ্জ (গ) ওয়ারেন হেস্টিংস (ঘ) লর্ড ক্লাইভ সঠিক উত্তর : (গ) ওয়ারেন হেস্টিংস ৯৪। উক্ত শাসকের বর্ণিত কর্মকান্ডের ফলে- র. স্থানীয় মানুষের নতুন চেতনার উদ্ভব হয় রর. হিন্দু সমাজে কুপ্রথার বিরুদ্ধে আন্দোলন হয় ররর. এ সময়ে ভারতবর্ষে সীমিত পরিসরে জ্ঞানচর্চা চলে নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর (গ) ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৯৫। কোন নগরীকে কেন্দ্র করে বাংলায় নবজাগরণের সৃষ্টি হয়? (ক) কলকাতা (খ) ঢাকা (গ) হায়দারাবাদ (ঘ) উত্তর প্রদেশ সঠিক উত্তর : (ক) কলকাতা ৯৬। কোন মোগল সুবাদার বারো ভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন? (ক) সুবাদার শায়েস্তা খান (খ) সুবাদার ইসলাম খান (গ) সুবাদার মীর জুমলা (ঘ) সুবাদার মুনিম খান সঠিক উত্তর : (খ) সুবাদার ইসলাম খান ৯৭। পলাশির যুদ্ধের মাধ্যমে- র . ঔপনিবেশিক শক্তির বিজয় রর. ইংরেজদের শক্তি বৃদ্ধি পেতে থাকে ররর. রাজস্ব আদায়ের ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায় নিচের কোনটি সঠিক? ক) র (খ) র ও ররর (গ) র ও রর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ৯৮। তুর্কি সেনাপতি বখতিয়ার খলজি সেন বংশের কোন রাজাকে পরাজিত করেন? (ক) লক্ষণ সেন (খ) বিজয় সেন (গ) বলস্নাল সেন (ঘ) সামন্ত সেন সঠিক উত্তর : (ক) লক্ষণ সেন ৯৯। কত সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করা হয়? (ক) ১৭৬১ সালে (খ) ১৭৭১ সালে (গ) ১৭৮১ সালে (ঘ) ১৭৯১ সালে সঠিক উত্তর : (ঘ) ১৭৯১ সালে ১০০। সিরাজউদ্দৌলার মসনদে বসার পর থেকেই সম্মুখীন হন- র. উদীয়মান ইংরেজ শক্তি ও বর্গিদের ষড়যন্ত্র রর. ঘনিষ্ঠ আত্মীয়দের ষড়যন্ত্র ররর. ভারতীয় ব্যবসায়ীদের ষড়যন্ত্র নিচের কোনটি সঠিক? (ক) র (খ) রর (গ) র ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর ১০১। মারওয়াড়িরা মূলত কোথাকার অধিবাসী ছিলেন? (ক) নেপাল (খ) রাজপুতনা (গ) জাপান (ঘ) আফগান সঠিক উত্তর : (খ) রাজপুতনা ১০২। ঔপনিবেশিক শাসন ব্যবস্থা রাষ্ট্রকে- র. অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে রর. পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে ররর. গণতান্ত্রিক রাষ্ট্রে উন্নিত করে নিচের কোনটি সঠিক? (ক) র ও রর (খ) ররর (গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : (ক) র ও রর