প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতি

প্রাথমিক বিজ্ঞান

মহাকাশ সম্পকির্ত গবেষণাকে কী বলা হয়?

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৮, ০০:০০

মো. শাহিনুর আলম শাহিন, সহকারী শিক্ষক নিশিন্ধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বগুড়া য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য প্রাথমিক বিজ্ঞান থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো ১. শক্তির মূল উৎস কোনটি? উত্তর: সূযর্ ২. পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদের কোন উপাদানগুলো প্রয়োজন? উত্তর: পানি, কাবর্ন ডাই-অক্সাইড, সূযর্তাপ ৩. মানুষের জীবনে মাটির প্রয়োজন কেন? উত্তর: ফসল ফলানোর জন্য ৪. কোন জড় পদাথর্গুলো জীবের জীবনধারণের জন্য গুরুত্বপূণর্ ভূমিকা পালন করে? উত্তর: সূযর্, পানি, বায়ু ৫. মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে না পারলেও উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করে। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ তার খাদ্য তৈরি করে? উত্তর: সালোক সংশ্লেষণ ৬. পরাগায়ন-প্রক্রিয়ায় উদ্ভিদের কী ঘটে? উত্তর: বংশ বৃদ্ধি হয় ৭. আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। এই চাহিদা মেটানোর জন্য আমরা কার ওপর নিভর্র করি? উত্তর: উদ্ভিদ ও প্রাণী উভয়ের ওপর ৮. সঠিক খাদ্যশৃঙ্খলের উদাহরণ কী? উত্তর: ঘাস-ফড়িং-ব্যাঙ ৯. পরিবেশের জীব উপাদানÑ উত্তর: উদ্ভিদ ১০. সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ-প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে বলে পরিবেশে- উত্তর: কাবর্ন ডাই-অক্সাইড স্থিতিশীল থাকে ১১. বায়ুর কোন দুটি উপাদানের জন্য প্রধানত উদ্ভিদ ও প্রাণী একে অপরের ওপর নিভর্রশীল? উত্তর: অক্সিজেন ও কাবর্ন ডাই-অক্সাইড ১২. সব প্রাণীই বায়ু থেকে গ্রহণ করেÑ উত্তর: অক্সিজেন ১৩. সব উদ্ভিদ ও প্রাণীর শক্তির উৎস কী? উত্তর: সূযর্ ১৪. কীসের মাধ্যমে কীটপতঙ্গ ও পাখি উদ্ভিদকে সহায়তা করে? উত্তর: পরাগায়ন ১৫. কলকারখানার ধেঁায়া কী ঘটায়? উত্তর: বায়ুদূষণ ১৬. মাটিদূষণের কারণ কী? উত্তর: কীটনাশকের ব্যবহার ১৭. তোমার এলাকার পরিবেশ সবুজ রাখতে এলাকাবাসীকে নিয়ে কোন কাজ করবে? উত্তর: প্রত্যেকের বাড়ির ফঁাকা স্থানে বৃক্ষরোপণ করবো ১৮. পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ফলে কী ঘটে? উত্তর: সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পায় ১৯. বায়ুদূষণ রোধে তুমি কী করবে? উত্তর: বেশি করে গাছ লাগাব ২০. বায়ুদূষণের প্রধান কারণ কী? উত্তর: যানবাহন ও কলকারখানার ধোঁয়া ২১. শিল্পকারখানার তীব্র আওয়াজে কোন দূষণ ঘটবে? উত্তর: শব্দদূষণ ২২. মহাকাশ সম্পকির্ত গবেষণাকে কী বলা হয়? উত্তর : জ্যোতিবির্জ্ঞান ২৩. পরিবেশ সংরক্ষণের অন্যতম উপায় কী? উত্তর: জনসচেতনতা বৃদ্ধি