সপ্তম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২০ নভেম্বর ২০১৮, ০০:০০

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয় পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো। বানান ৫। কতগুলো তৎসম শব্দে স্বভাবতই মূধর্ন্য-ণ হয়Ñ এর উদাহরণ কোনটি? ক. বণর্ খ. পূণ্য গ. চরণ ঘ. ঘষর্ণ সঠিক উত্তর: খ. পূণ্য ৬। ঋ বা ঋ-কারের পরে দন্ত-স-এর পরিবতের্ মূধর্ন্য-ষ ব্যবহৃত হয়Ñ এই নিয়মের ব্যতিক্রম শব্দ কোনটি? ক. কৃষক খ. কৃষ্ণ গ. তৃষ্ণা ঘ. কৃশ সঠিক উত্তর: ঘ. কৃশ ৭। ঋ বা ঋ-কারের পরে দন্ত-স-এর পরিবতের্ মূধর্ন্য-ষ ব্যবহৃত হয়Ñ এই নিয়মের ব্যতিক্রম কোনটি? ক. ঋষি খ. কৃষ্ণাঙ্গ গ. কৃশাণু ঘ. কৃষাণ সঠিক উত্তর: গ. কৃশাণু ৮। ষত্ব বিধানের নিয়মানুসারে রেফ ( র্)-এর পরে মূধর্ন্য-ষ হয়Ñ এই নিয়মের ব্যতিক্রম কোনটি? ক. পষর্দ খ. আদশর্ গ. চিকীষার্ ঘ. বষর্ণ সঠিক উত্তর: খ. আদশর্ ৯। ষত্ব বিধানের নিয়মানুসারে রেফ ( র্)-এর পরে মূধর্ন্য-ষ হয়Ñ এই নিয়মের ব্যতিক্রম কোনটি? ক. পরামশর্ খ. মহষির্ গ. বিমষর্ ঘ. বষর্ণ সঠিক উত্তর: ক. পরামশর্ ১০। ষত্ব বিধানের নিয়মানুসারে রেফ ( র্)-এর পরে মূধর্ন্য-ষ হয়Ñ এই নিয়মের ব্যতিক্রম কোনটি? ক. আকষর্ণ খ. বষর্ণ গ. মুমূষুর্ ঘ. দশর্ন সঠিক উত্তর: ঘ. দশর্ন শব্দাথর্ ১। ‘অনন্ত’ শব্দের বিপরীত শব্দ কোনটি? ক. শান্ত খ. অন্ত গ. সান্ত ঘ. নিরন্ত সঠিক উত্তর: গ. সান্ত ২। ‘আকার’ শব্দের বিপরীত শব্দ কোনটি? ক. সাকার খ. নিরাকার গ. বিকার ঘ. অপকার সঠিক উত্তর: খ. নিরাকার ৩। ‘অপর্ণ’-এর বিপরীতাথর্ক শব্দ কোনটি? ক. গৃহীত খ. অবতরণ গ. সারণি ঘ. গ্রহণ সঠিক উত্তর: ঘ. গ্রহণ