ইবিতে ভতির্র সাক্ষাৎকার ২৫ নভেম্বর

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবষের্র স্নাতক (সম্মান) প্রথমবষের্ ভতির্ পরীক্ষার সাক্ষাৎকার ও বিভাগ পছন্দের সময়সূচি প্রকাশ হয়েছে। ২৫ নভেম্বর শুরু হয়ে ২৮ নভেম্বর মেধা তালিকায় থাকা শিক্ষাথীের্দর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ১৮ নভেম্বর থেকে শুরু হয়েছে বিভাগ পছন্দের সময়। ২৩ নভেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (ধফসরংংরড়হ.রঁনফ.রহভড়/ংঁনলবপঃ-পযড়রপব) ইউনিট, রোল নম্বর এবং মোবাইল নম্বর দিয়ে বিভাগের পছন্দক্রম দিতে হবে। পরে অনলাইনে শিক্ষাথীের্দর দেয়া পছন্দক্রমের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি এসএমএস দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের দেয়া এসএমএসে প্রদত্ত বিভাগ অনুযায়ী ওয়েবসাইটে ভতির্র আবেদন ফরম পূরণ করে সাবমিট করে এক কপি শিক্ষাথীের্দর কাছে রাখতে হবে। পরে অনলাইন থেকে প্রিন্টকৃত কপিসহ সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। অনলাইনে বিভাগের পছন্দক্রম ও ভতির্র আবেদন পূরণ না করলে কোনো প্রাথীের্ক বিভাগে মনোনয়ন দেয়া হবে না বলে জানা যায়। ১৯ নভেম্বর স্ব-স্ব ইউনিট সমন্বয়কারীরা এ তথ্য জানিয়েছেন। ভতির্র সাক্ষাৎকারসহ বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট িি.িরঁ.ধপ.নফ অথবা িি.িরঁনফ.রহভড়/ধফসরংংরড়হ- এ পাওয়া যাবে।