বিটেকে ভতির্ পরীক্ষা ২৩ নভেম্বর

প্রকাশ | ২১ নভেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোসের্ ২০১৭-১৮ শিক্ষাবষের্র ভতির্ পরীক্ষা ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, এমসিকিউ পদ্ধতিতে এবারের ভতির্যুদ্ধে ৭৯৮ জন পরীক্ষাথীর্ অংশ নেবে। চার বিভাগে (ইয়ানর্, ফেব্রিক, ওয়েট প্রসেসিং, অ্যাপারেল) ৩০টি করে মোট ১২০ আসনের বিপরীতে প্রতি আসনে গড়ে সাত জন শিক্ষাথীর্ লড়বে। ভতির্ পরীক্ষায় শিক্ষাথীের্দর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ও আবেদনপত্রে পছন্দমাফিক বিভাগ অনুসারে শিক্ষাথীের্দর বিভাগ বণ্টন করা হবে। বিটেকের নিজস্ব ক্যাম্পাসে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা ৫০ মিনিট পযর্ন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ নভেম্বরের ভেতরে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট (িি.িনঃবপ.মড়া.নফ) বা বস্ত্র পরিদপ্তরের ওয়েবসাইট (িি.িফড়ঃ.মড়া.নফ) থেকেও জানা যাবে।