আজ তোমাদের জন্য জ্ঞানমূলক
প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো
উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন
২০। যোজক কলা কাকে বলে?
উত্তর : যে কলা প্রাণীদেহের বিভিন্ন টিসু্য এবং অঙ্গের মধ্যে সংযোগ সাধন করে তাকে যোজক কলা বলে।
২১। প্রোটোপস্নাজমে পানির পরিমাণ কত?
উত্তর : প্রোটোপস্নাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা ৬৭ থেকে ৯০ ভাগ।
২২। নিউক্লিওলাস কী?
উত্তর : নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র, গোলাকার, উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটি হলো নিউক্লিওলাস।
উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য
১. কোন উদ্ভিদের মালাকৃতির মূল থাকে?
উত্তর : করলা।
২. আকৃতিগত দিক থেকে মূল কত প্রকার?
উত্তর : ৪ প্রকার।
৩. গাজরাকৃতি মূলের কাজ কী?
উত্তর : খাদ্য সঞ্চয় করা।
৪. রূপান্তরিত মূল কত ধরনের হয়ে থাকে?
উত্তর : ৪ ধরনের।
৫. অস্থানিক মূল কয় ধরনের কাজ করার জন্য রূপান্তরিত হয়?
উত্তর : ৩ ধরনের।
৬. পরাশ্রয়ী বায়বীয় মূলের একটি উদাহরণ দাও।
উত্তর : পরাশ্রয়ী বায়বীয় মূলের একটি উদাহরণ হলো রাস্না।
৭. পাতা কী?
উত্তর : পাতা হলো শাখার পর্ব থেকে উৎপন্ন চ্যাপ্টা প্রসারিত সবুজ অঙ্গ।
৮. টিউবার বা স্ফীত কন্দ কাকে বলে?
উত্তর : যে ভূ-নিম্নস্থ রূপান্তরিত কান্ডে পর্ব, পর্বমধ্য, শঙ্কপত্র ও কাঙ্ক্ষিত মুকুল থাকে তাকে টিউবার বা স্ফীত কন্দ বলে।
৯. আরোহী মূল কোথা থেকে উৎপন্ন হয়?
উত্তর : আরোহী মূল দুর্বল কান্ডযুক্ত উদ্ভিদের পর্ব হতে উৎপন্ন হয়।
১০. নডুলুজ মূল কী?
উত্তর : যেসব মূলের অগ্রভাগ খাদ্য সংগ্রহ করে স্ফীত হয়, সেগুলোই নডুলুজ মূল।
১১. অস্থানিক মূল কাকে বলে?
উত্তর : যে মূল বিশেষ বিশেষ কার্য সাধনের জন্য পরিবর্তিত বা রূপান্তরিত হয় তাকে অস্থানিক মূল বলে।
১২.রাইজোম কী?
উত্তর : যেসব কান্ড মাটির নিচে খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়ে অবস্থান করে এবং এদের সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্য থাকে তাই রাইজোম।
১৩. রসালো শল্কপত্র কী?
উত্তর : কখনো ভূনিম্নস্থ কান্ডের পাতা পাতলা আঁশের মতো আকার ধারণ করে। এ ধরনের পাতাই হলো রসালো শল্কপত্র।