বিজ্ঞান

৭ম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
পদার্থ বিজ্ঞানী ডেমোক্রিটাস
পদার্থের গঠন ৩৬. পদার্থ সম্পর্কে ডেমোক্রিটাসের মতবাদ কী? উত্তর : ডেমোক্রিটাসের মতে, সব পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে তৈরি। তিনি এই ক্ষুদ্রতম কণার নাম দেন পরমাণু বা অ্যাটম। ৩৭. এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা কত? উত্তর : এ পর্যন্ত ১১৮টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। ৩৮. প্রকৃতিতে কয়টি মৌলিক পদার্থ পাওয়া যায়? উত্তর : প্রকৃতিতে ৯৮টি মৌলিক পদার্থ পাওয়া যায়। ৩৯. বায়ু কোন ধরনের পদার্থ? উত্তর : বায়ু একটি মিশ্র পদার্থ। ৪০. চক কী কী দ্বারা গঠিত? উত্তর : চক ক্যালসিয়াম, কার্বন ও অক্সিজেন দ্বারা গঠিত। ৪১. কত সালে জন ডাল্টন পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে মতবাদ দেন? উত্তর : ১৮০৩ সালে জন ডাল্টন পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে মতবাদ দেন। ৪২. লবণ কি? উত্তর : লবণ হলো সোডিয়াম ও ক্লোরিন নামের দুই রকম মৌলিক পদার্থের উপাদান দিয়ে তৈরি একটি যৌগিক পদার্থ। ৪৩. অণু কাকে বলে? উত্তর : যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে। ৪৪. লোহাকে বাতাসে রেখে দিলে কোন রঙের আস্তরণ পড়ে? উত্তর : লোহাকে বাতাসে রেখে দিলে তার ওপর হালকা লাল রঙের একটি আস্তরণ পড়ে। ৪৫. চকের রাসায়নিক নাম কী? উত্তর : চকের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট। ৪৬. পর্যায় সারণিতে কয়টি কলাম ও সারি আছে? উত্তর : পর্যায় সারণিতে ৮টি উলস্নম্ব কলাম ও ৭টি অনুভূমিক সারি আছে। ৪৭. আধুনিক পরমাণুবাদের জনক কে? উত্তর : আধুনিক পরমাণুবাদের জনক হলো জন ডাল্টন। ৪৮. ক্যালসিয়াম সালফেটের সংকেত কী? উত্তর : ক্যালসিয়াম সালফেটের সংকেত হলো ঈধঝঙ৪। ৪৯. খাদ্য লবণকে যৌগিক পদার্থ বলা হয় কেন? উত্তর : খাদ্য লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। এই লবণকে ভাঙলে সোডিয়াম এবং ক্লোরিন নামের দুটি মৌলিক পদার্থ পাওয়া যায়। যেহেতু দুটি মৌলিক পদার্থের সংযোগের ফলে খাদ্য লবণ তৈরি হয় তাই খাদ্য লবণকে যৌগিক পদার্থ বলে। ৫০. মরিচা কীভাবে তৈরি হয়? উত্তর : জলীয় বাষ্পের উপস্থিতিতে একটি মৌলিক পদার্থ লোহার সাথে অন্য একটি মৌলিক পদার্থ অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে মরিচার সৃষ্টি হয়। ৫১. আধুনিক পরমাণুবাদের জনক কে? তার মতবাদটি কী নামে পরিচিত? উত্তর : আধুনিক পরমাণুবাদের জনক জন ডাল্টন (লড়যহ উধষঃড়হ), পরীক্ষালব্ধ তথ্যের \হউপর ভিত্তি করে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন ১৮০৩ সালে পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে যে \হমতবাদ দেন তা ডাল্টনের পরমাণুবাদ নামে পরিচিত।