বিজ্ঞান

৭ম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
শব্দের কথা ১। শব্দ কী? উত্তর : যে শক্তি আমাদের কানে প্রবেশ করে শ্রবণের অনুভূতি জাগায় তাই শব্দ। ২। সুশ্রাব্য শব্দ কী? উত্তর : যে শব্দ শুনতে ভালো লাগে, সুখকর, মধুর ও আনন্দদায়ক সে শব্দই সুশ্রাব্য শব্দ। ৩। কোন মাধ্যমে শব্দের বেগ বেশি? উত্তর : কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি। ৪। অ্যালুমিনিয়ামে শব্দের বেগ কত? উত্তর : অ্যালুমিনিয়ামে শব্দের বেগ ৬৪২০ মিটার/সেকেন্ড। ৫। শ্রাব্য শব্দ কাকে বলে? উত্তর : যে শব্দের কম্পাঙ্ক ২০ ঐু থেকে ২০,০০০ ঐু এর মধ্যে তাকে শ্রাব্য শব্দ বলে। ৬। বায়ুতে শব্দের বেগ কত? উত্তর : বায়ুতে শব্দের বেগ ৩৪৩ মিটার/সেকেন্ড। ৭। কম্পাঙ্ক প্রকাশের একক কী? উত্তর : কম্পাঙ্ক প্রকাশের একক হার্টজ (ঐু)। ৮। কম্পাঙ্ক কী? উত্তর : প্রতি সেকেন্ডে কোনো বস্তু যতটা কম্পন দেয় তা-ই ওই বস্তুর কম্পাঙ্ক। ৯। শব্দদূষণ কী? উত্তর : পরিবেশে যখন অতিরিক্ত ও অবাঞ্ছিত শব্দের আধিক্য থাকে, তখন তাকে শব্দদূষণ বলা হয়। ১০। তরঙ্গ কী? উত্তর : কোনো মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন মাধ্যমের মধ্যদিয়ে চলে বা সঞ্চালিত হয় তা-ই তরঙ্গ। ১১। শ্রাব্যতার সীমা কাকে বলে? উত্তর : যে সীমার মধ্যে সৃষ্ট শব্দ আমরা শুনতে পাই তাকে শ্রাব্যতার সীমা বলে। ১৫। শব্দের বেগ কী? উত্তর : প্রতি সেকেন্ডে নির্দিষ্ট দিকে শব্দ যে দূরত্ব অতিক্রম করে তাই শব্দের বেগ। ১৬। প্রতিধ্বনি কী? উত্তর : প্রতিধ্বনি হচ্ছে প্রতিফলনের দরুন ধ্বনির পুনরাবৃত্তি। ১৭. কোন মাধ্যমে শব্দের বেগ বেশি? উত্তর : কঠিন মাধ্যমে শব্দের বেগ বেশি। ১৮. শব্দ সৃষ্টির কারণ কী? উত্তর : শব্দ সৃষ্টির কারণ বস্তুর কম্পন। ১৯. পানিতে শব্দের বেগ কত? উত্তর : পরিষ্কার পানিতে শব্দের বেগ ১৪৪০ মিটার/সেকেন্ড। সমুদ্রের পানিতে শব্দের বেগ ১৫০০ মিটার/ সেকেন্ড।