সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন :
১. স্বাস্থ্যবিধি মেনে চলার উপকারিতা কী?
উত্তর : স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা স্বাস্থ্য ভালো রাখতে পারি এবং স্বাস্থ্যের উন্নতি করতে পারি।
২. সংক্রামক রোগ কী?
উত্তর : যে সব রোগ আক্রান্ত রোগীর সংস্পর্শে এক দেহ হতে অন্য দেহে ছড়ায় সে সব রোগকে সংক্রামক রোগ বলে। বিভিন্ন জীবাণু যেমন- ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশের ফলে সৃষ্ট রোগই হলো সংক্রামক রোগ।
৩. সংক্রামক রোগের কারণ কী কী?
উত্তর : সংক্রামক রোগের কারণ হলো বিভিন্ন ধরনের জীবাণু। যেমন- ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক ইত্যাদি।
৪. সংক্রামক রোগ বিস্তারের একটি কারণ লেখো।
উত্তর : হাঁচি-কাশির মাধ্যমে।
৫. সংক্রামক রোগ-প্রতিরোধের একটি উপায় লেখো।
উত্তর : হাঁচি-কাশির সময় টিসু্য, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকতে হয়।
৬. তিনটি সংক্রামক রোগের নাম লেখো।
উত্তর : তিনটি সংক্রামক রোগের নাম : র. হাম; রর. গুটি বসন্ত; ররর. কলেরা।
৭. সংক্রামক রোগের প্রকারগুলো কী কী?
উত্তর : সংক্রামক রোগের প্রকারগুলো হলো-
১. বায়ুবাহিত রোগ, ২. পানিবাহিত রোগ, ৩. ছোঁয়াচে রোগ ৪. প্রাণী ও পোকামাকড়বাহিত সংক্রামক রোগ।
৮. কয়েকটি সংক্রামক রোগের নাম লেখো।
উত্তর : কয়েকটি সংক্রামক রোগের নাম হলো-
সোয়াইন ফ্লু, হাম, যক্ষ্ণা, ডায়রিয়া, কলেরা, আমাশয়, এইডস, জলাতঙ্ক, ম্যালেরিয়া, ডেঙ্গু ইত্যাদি।
৯. সংক্রামক রোগ-প্রতিরোধের দুটি উপায় লেখো।
উত্তর : সংক্রামক রোগ প্রতিরোধের দুটি উপায় হলো-
ক) হাঁচি-কাশির সময় টিসু্য, রুমাল বা হাত দিয়ে মুখ ঢাকা;
খ) বাড়ির আশপাশে পানি জমতে পারে এমন আবর্জনা যেমন- কৌটা, টায়ার, ফুলের টব ইত্যাদি পরিষ্কার রাখতে হবে।
১০. সংক্রামক রোগ-প্রতিকারের কয়েকটি উপায় লেখো।
উত্তর : সংক্রামক রোগ প্রতিকারের কয়েকটি উপায় নিচে দেওয়া হলো-
ক) রোগাক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে;
খ) পুষ্টিকর খাবার খেতে হবে;
গ) প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করতে হবে।
১১. পানিবাহিত রোগ কাকে বলে?
উত্তর : যে সব রোগের জীবাণু পানির মাধ্যমে ছড়ায় সেগুলোকে পানিবাহিত রোগ বলে।
১২. দুটি পানিবাহিত রোগের নাম লেখো।
উত্তর : ডায়রিয়া ও আমাশয়।
১৩. বায়ুবাহিত রোগ কী?
উত্তর : যে সব রোগের জীবাণু হাঁচি-কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে ছড়ায় সেগুলো বায়ুবাহিত রোগ। যেমন : হাম, যক্ষ্ণা ইত্যাদি।
বায়ুবাহিত রোগ হলো সে সব রোগ যা হাঁচি-কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয়ে থাকে।
১৪. তিনটি বায়ুবাহিত রোগের নাম লেখো।
উত্তর : বায়ুবাহিত রোগের তিনটি উদাহরণ হলো- ইনফ্লুয়েঞ্জা, বসন্ত, হাম ইত্যাদি।
১৫. সোয়াইন ফ্লুকে সংক্রামক রোগ কেন বলা হয়?
উত্তর : আক্রান্ত রোগীর মলমূত্র, পরিধেয় কাপড়-চোপড়, ব্যবহার্য থালাবাসন থেকে সোয়াইন ফ্লু রোগ ছড়ায়। তাই সোয়াইন ফ্লুকে সংক্রামক রোগ বলা হয়।
১৬. কুকুরের কামড়ের মাধ্যমে কোন রোগ ছড়ায়?
উত্তর : জলাতঙ্ক।
১৭. ছোঁয়াচে রোগ কী?
উত্তর : রোগাক্রান্ত ব্যক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শে যে সব রোগ সংক্রমণ হয় তাই ছোঁয়াচে রোগ।
১৮. এইডস কোন ভাইরাসের মাধ্যমে ছড়ায়?
উত্তর : এইচআইভি ভাইরাস।
১৯. দুটি ছোঁয়াচে রোগের নাম লেখো।
উত্তর : ফ্লু ও ইবোলা।
২০. ম্যালেরিয়া ও ডেঙ্গু রোগ ছড়ায় কীভাবে?
উত্তর : মশার কামড়ের মাধ্যমে।
২১। বয়ঃসন্ধি কী?
উত্তর :বয়ঃসন্ধি হলো জীবনের এমন একপর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছায়।
২২. বয়ঃসন্ধিকালে একটি শারীরিক পরিবর্তন লেখো।
উত্তর :বয়ঃসন্ধিকালে একটি শারীরিক পরিবর্তন হলো দ্রম্নত লম্বা হওয়া।
২৩. মেয়েদের বয়ঃসন্ধি কত বছর বয়সে শুরু হয়?
উত্তর :৮ থেকে ১৩ বছর বয়সে।
২৪. ছেলেদের বয়ঃসন্ধি কত বছর বয়সে শুরু হয়?
উত্তর : ৯ থেকে ১৫ বছর বয়সে।
২৫. বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের কারণে দুশ্চিন্তা হলে তুমি কী করবে তা একটি বাক্যে লেখো।
উত্তর :দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে মা-বাবা, শিক্ষক কিংবা বড় ভাই বা বোনের সাথে পরামর্শ করব।
২৬. ডেঙ্গু প্রতিরোধের দুইটি উপায় লেখো।
উত্তর : ডেঙ্গু প্রতিরোধের দুইটি উপায় নিম্নরূপ :
র. চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা।
রর. কোনো বন্ধ স্থানে এক নাগাড়ে পানি যেন জমা হয়ে না থাকে এ ব্যাপারে লক্ষ্য রাখা।
২৭. এডিস মশা সাধারণত কখন কামড়ায়?
উত্তর : এডিস মশা সাধারণত সকাল এবং সন্ধ্যার আগে কামড়ায়।
২৮. মশার কামড়ের মাধ্যমে ছড়ায় এমন দুটি রোগের নাম লেখো।
উত্তর : মশার কামড়ের মাধ্যমে ছড়ায় এমন দুইটি রোগ হলো- ম্যালেরিয়া ও ডেঙ্গু।
২৯. কুকুরের কামড়ের মাধ্যমে কী রোগ ছড়ায়?
উত্তর : কুকুরের কামড়ের মাধ্যমে জলাতঙ্ক রোগ ছড়ায়।
৩০. বয়ঃসন্ধিকাল কাকে বলে?
উত্তর : ছেলে ও মেয়েদের যে সময়ে শারীরিক, মানসিক ও আচরণের পরিবর্তন দেখা যায় সে সময়কে বয়ঃসন্ধিকাল বলে।
৩১. এইডস রোগটি কিসের মাধ্যমে সংক্রমিত হয়?
উত্তর : এইডস রোগটি এইচআইভি ভাইরাসের মাধ্যমে সংক্রমিত হয়।
৩২. বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে কেমন পরিবর্তন হয়ে থাকে?
উত্তর : বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে শারীরিক, মানসিক ও আচরণিক পরিবর্তন হয়ে থাকে।
৩৩. বয়ঃসন্ধিকালে শরীরে কী পরিবর্তন দেখা যায়?
উত্তর : বয়ঃসন্ধিকালে শরীরে বেশকিছু পরিবর্তন দেখা যায়। যেমন-
দ্রম্নত লম্বা হওয়া, শরীরের গঠন পরিবর্তন হওয়া, একটু বেশি ঘাম হওয়া, ত্বক তৈলাক্ত হওয়া, ব্রণ ওঠা ইত্যাদি।