এসএসসি পরীক্ষার প্রস্তুতি জীববিজ্ঞান

সালোকসংশ্লেষণ

প্রকাশ | ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো জ্ঞানমূলক প্রশ্নোত্তর অধ্যায়Ñ৪ ১। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উপজাত হিসেবে নিগর্ত হয় কোন গ্যাস? উত্তর : কাবর্ন ডাই-অক্সাইড ২। শক্তির মূল উৎস কী? উত্তর : সূযর্ ৩। কোন যৌগকে জৈব মুদ্রা বলা হয়? উত্তর : অঞচ ৪। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় প্রথমে কী উৎপন্ন হয়? উত্তর : অঞচ ৫। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ কোন খাদ্য তৈরি করে? উত্তর : শকর্রা ৬। সূযাের্লাক এবং জীবনের মধ্যে যোগসূত্র স্থাপনকারী প্রক্রিয়ার নাম কী? উত্তর : সালোকসংশ্লেষণ ৭। বায়োএনাজিির্টক্স এর বাংলা অথর্ লিখ। উত্তর : জীবনীশক্তি ৮। জীবদেহে জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো কোন শক্তি দ্বারা পরিচালিত হয়? উত্তর : জীবনীশক্তি ৯। শকর্রার ইংরেজি নাম কী? উত্তর : কাবোর্হাইড্রেট ১০। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় সৌরশক্তিকে কাজে লাগিয়ে শকর্রা জাতীয় খাদ্য তৈরি করে? উত্তর : সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ১১। সালোকসংশ্লেষণ ঘটনের স্থান কোন টিস্যু? উত্তর : প্যারেনকাইমা ১২। সালোকসংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণ কয়টি? উত্তর : ৪টি ১৩। পানিতে কত ভাগ কাবর্ন ডাইঅক্সাইড থাকে? উত্তর : ০.৩% ১৪। সালোকসংশ্লেষণের সময় অউচ কী গ্রহণ করে? উত্তর : সৌরশক্তি ১৫। অঞচ এর তৃতীয় ফসফেট বন্ধনীতে কত ক্যালরি সৌরশক্তি আবদ্ধ হয়? উত্তর : ৭৩০০ ক্যালরি ১৬। স্যার হ্যান্স কে ছিলেন? উত্তর : প্রাণরসায়নবিদ ১৭। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্যশক্তি ব্যবহার করে? উত্তর : জৈব রসায়ন ১৮। অউচ ক্লোরোফিল ও সৌরশক্তির উপস্থিতিতে কী উৎপন্ন করে? উত্তর : অঞচ ১৯। কোন উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি? উত্তর : জলজ উদ্ভিদের ২০। বায়ুতে কাবর্ন ডাই-অক্সাইডের পরিমাণ কত? উত্তর : ০.০৩% ২১। অঞচ ভেঙে কী উৎপন্ন হয়? উত্তর : অউচ ২২। কোন চক্র সবুজ উদ্ভিদে কাবর্ন ডাই-অক্সাইড বিজারণের গতিপথ নয়? উত্তর : ওয়াটসন ও ক্রিক চক্র ২৩। সবুজ উদ্ভিদের প্রস্তুতকৃত খাদ্য ব্যবহারের পর অবশিষ্ট খাদ্য কীসে সঞ্চিত থাকে? উত্তর : পাতায় ২৪। ইরড়ষড়মরপধষ ঈড়রহ এর বাংলা অথর্ কী? উত্তর : জৈবমুদ্রা ২৫। কোন প্রক্রিয়ায় আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর : ফটোসিনথেসিস ২৬। কোন ধরনের শক্তি সালোকসংশ্লেষণের সময় অউচ গ্রহণ করে? উত্তর : সৌরশক্তি ২৭। সালোকসংশ্লেষণের সময় অউচ সৌরশক্তি গ্রহণ করে অঞচ-তে পরিণত হওয়াকে কী বলে? উত্তর : ফটোফসফোরাইলেশন ২৮। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় আলোকশক্তি কী শক্তি উৎপন্ন করে? উত্তর : রাসায়নিকশক্তি ২৯। সালোকসংশ্লেষণের সময় কী সৌরশক্তি গ্রহণ করে অঞচ-তে পরিণত হয়? উত্তর : অউচ ৩০। অউচ এর পূণর্রূপ লিখ। উত্তর : অফবহড়ংরহব ফরঢ়যড়ংঢ়যধঃব ৩১। কিটো এসিড কয় কাবর্নবিশিষ্ট যৌগ? উত্তর : ৬ ৩২। পত্ররন্ধ্রের মাধ্যমে সবুজ উদ্ভিদ বায়ু থেকে কী গ্রহণ করে? উত্তর : কাবর্ন ডাই-অক্সাইড ৩৩। আম, লিচু, কলা প্রভৃতি কোন ধরনের উদ্ভিদ? উত্তর : ঈ৩ উদ্ভিদ