ক্যাডেট কলেজে ভতির্ প্রস্তুতি সাধারণজ্ঞান

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক শিক্ষা নিকেতন, চঁাদপুর
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য সাধারণজ্ঞান থেকে মডেল টেস্ট দেয়া হলো। ১. কোনো দেশের উন্নতি পরিমাপের নিধার্রক কী? ক. সোনার ব্যবহার খ. লোহার ব্যবহার গ. রুপার ব্যবহার ঘ. তামার ব্যবহার ২. কত ডিগ্রি তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি? ক. ৩ক্ক সে. খ. ৪ক্ক সে. গ. ০ক্ক সে. ঘ. ২ক্ক সে. ৩. কোনটিকে শক্তির আধার বলা হয়? ক. নিউক্লিয়াস খ. প্রোটোপ্লাজম গ. প্লাস্টিড ঘ. মাইটোকন্ড্রিয়া ৪. লবণ-পানি দ্রবণ থেকে লবণ ও পানি কোন পদ্ধতিতে ফেরত পাওয়া যায়? ক. পাতন খ. ঘনীভবন গ. বাষ্পীভবন ঘ. পরিস্রাবণ ৫. টেলিভিশন আবিষ্কার করেন কে? ক. মাকির্ন খ. জন এল বেয়াডর্ গ. চালসর্ ব্যাবেজ ঘ. এডিসন ৬. সূযের্র নিকটতম গ্রহ কোনটি? ক. মঙ্গল খ. পৃথিবী গ. বুধ ঘ. শুক্র ৭. মুক্তিযুদ্ধে অবদানের জন্য ‘বীর-প্রতীক’ উপাধি লাভ করেন কতজন? ক. ৭ জন খ. ৬৮ জন গ. ১৭৫ জন ঘ. ৪২৬ জন ৮. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? ক. ১৩৬তম খ. ১৩৭তম গ. ১৩৮তম ঘ. ১৩৯তম ৯. কেন্দ্রীয় শহিদ মিনারের স্থপতি কে? ক. হামিদুর রহমান খ. তানভীর কবির গ. হামিদুজ্জামান ঘ. অস্কার বাদল ১০. ভারতের অভ্যন্তরে বাংলাদেশের কয়টি ছিটমহল ছিল? ক. ৫১টি খ. ৫৫টি গ. ১৩০টি ঘ. ৯৫টি ১১. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? ১২. সূযর্ থেকে আমরা কোন ভিটামিন পাই? ১৩. পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র জীব কোনটি?