জানার আছে অ নে ক কি ছু

“আমরা আসলে পবর্তশিখরকে জয় করি না। আমরা জয় করি নিজেদেরকেই।” -এডমুন্ড হিলারি

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : কোন দেশের রাজধানীকে বিভক্ত রাজধানী বলে? উত্তর : নেদারল্যান্ডস। প্রশ্ন : কোন দেশের তিনটি রাজধানী? উত্তর : দক্ষিণ আফ্রিকার। প্রশ্ন : দক্ষিণ আফ্রিকার রাজধানী তিনটি কী কী? উত্তর : প্রিটোরিয়া, কেপটাউন ও বøুমফনটেন। প্রশ্ন : সৌরজগৎ সবর্প্রথম কে আবিষ্কার করেন? উত্তর : কোপারনিকাস, ১৫৪০ সালে। প্রশ্ন : সবর্প্রথম এভারেস্ট কে জয় করেন? উত্তর : হিলারি তেনজিং, ১৯৫৩ সালে। প্রশ্ন : সবর্প্রথম কোন মহিলা এভারেস্ট জয় করেন? উত্তর : জনাকো তাবেই, ১৯৭৫ সালে।