রাবিতে দুই বিভাগ একীভূত

প্রকাশ | ০৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফলিত, পদাথর্ ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ (এপিইই) ও ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগকে একীভ‚ত করা হয়েছে। ২০১৮-১৯ শিক্ষাবষর্ থেকে ইইই বিভাগে শিক্ষাথীর্ ভতির্ করা হবে। বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু। তিনি জানান, ৫ ডিসেম্বর অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় উপাচাযর্ অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। সেখানে চলতি শিক্ষাবষর্ (২০১৮-১৯) থেকে দুইটি বিভাগ এক করে এপিইই ও ইইই বিভাগের অধীন ৮০ শিক্ষাথীের্ক ভতির্ করা হবে। এর আগে এপিইই বিভাগে ৫০ শিক্ষাথীর্ ও ইইই বিভাগে ৩০ শিক্ষাথীর্ ভতির্ করা হতো। তিনি আরও জানান, বতর্মান শিক্ষাথীের্দর বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয় উপ-উপাচাযর্ অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়াকে আহŸায়ক করে পঁাচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. একরামুল হামিদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. খলিলুর রহমান, এপিইই বিভাগের সভাপতি ড. আরিফুল ইসলাম নাহিদ, ইইই বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু জাফর মোহাম্মদ তৌহিদুল ইসলাম। একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. ইফতেখারুল আলম মাসউদ বলেন, কমিটিকে ফ্যাকাল্টি কমিটির মাধ্যমে রিপোটর্ দিতে বলা হয়েছে।