সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
৯। কয়েকটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম লেখো।
উত্তর : কয়েকটি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম হলো- সূর্যের আলো, বায়ুপ্রবাহ, পানির স্রোত।
১০। সৌর প্যানেলের মাধ্যমে কীভাবে বিদু্যৎ শক্তি পাওয়া যায়?
উত্তর : সৌর প্যানেলের মাধ্যমে সূর্যের আলো ব্যবহার করে বিদু্যৎ শক্তি পাওয়া যায়।
১১। বায়ুপ্রবাহের মাধ্যমে কীভাবে বিদু্যৎ উৎপাদন করা যায়?
উত্তর : বায়ুপ্রবাহে উইন্ডমিলের পাখা ঘোরানোর মাধ্যমে বিদু্যৎ উৎপাদন করা যায়।
১২। কীভাবে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি?
উত্তর : শক্তির ব্যবহার কমিয়ে, বস্তুর পুনর্ব্যবহার ও রিসাইকেল করার মাধ্যমে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি।
১৩। মানবসৃষ্ট সম্পদের পাঁচটি উদাহরণ দাও।
উত্তর : মানবসৃষ্ট সম্পদের পাঁচটি উদাহরণ হলো-
র. কাগজ, রর. পস্নাস্টিক, ররর. কাচ, রা. বিদু্যৎ ও া. ঘরবাড়ি।
১৪। অনবায়নযোগ্য সম্পদের তিনটি বিকল্প সম্পদের উদাহরণ দাও।
উত্তর : অনবায়নযোগ্য সম্পদ একবার ব্যবহার করলে তা আর ফিরে পাওয়া যায় না। এর বিকল্প তিনটি সম্পদের উদাহরণ হলো-
র. সূর্যের আলো, রর. বায়ুপ্রবাহ ও ররর. পানির স্রোত।
১৫। আমরা কীভাবে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি?
উত্তর : আমরা শক্তির ব্যবহার কমিয়ে, ফেলে দেওয়া বস্তুর পুনর্ব্যবহার এবং রিসাইকেল করার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করতে পারি।
১৬। মানবসৃষ্ট সম্পদ কী?
উত্তর : মানুষ প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে যে সম্পদ তৈরি করে তাই মানবসৃষ্ট সম্পদ।
১৭। মানবসৃষ্ট সম্পদ কোথা থেকে আসে?
উত্তর : মানবসৃষ্ট সম্পদ প্রকৃতি থেকে আসে। যেমন- গাছপালা ব্যবহার করে মানুষ কাগজ সৃষ্টি করে। এই কাগজ একটি মানবসৃষ্ট সম্পদ।
১৮। প্রাকৃতিক সম্পদ কাকে বলে?
উত্তর : প্রকৃতির যা কিছু আমাদের কাজে লাগে তাকে প্রাকৃতিক সম্পদ বলে।
১৯। নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ কাকে বলে?
উত্তর : যেসব প্রাকৃতিক সম্পদ বারবার ব্যবহার করা যায় তাদের নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ বলে। যেমন- পানি,বায়ু, সূর্যের আলো ইত্যাদি।
২০। দুটি কৃত্রিম সম্পদের উদাহরণ খাতায় লেখো।
উত্তর : দুটি কৃত্রিম সম্পদের উদাহরণ হলো- ১. পস্নাস্টিক; ২. কাচ
২১। প্রাকৃতিক সম্পদ কাকে বলে?
উত্তর : প্রকৃতিতে পাওয়া যে সব সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাকে প্রাকৃতিক সম্পদ বলে।
২২। কৃত্রিম সম্পদ কাকে বলে?
উত্তর : মানুষের বিভিন্ন কাজে ব্যবহৃত যে সব বস্তু বা সম্পদ প্রাকৃতিক সম্পদ থেকে সৃষ্টি হয় বা রূপান্তর করে ব্যবহার করা হয় তাদের কৃত্রিম সম্পদ বলা হয়।
২৩। সৌরশক্তিকে কেন নবায়নযোগ্য শক্তি বলা হয়?
উত্তর : সৌরশক্তি হলো প্রাকৃতিক শক্তি। এ শক্তি রূপান্তর চক্রের মাধ্যমে বারবার নবায়ন করা যেতে পারে। এ জন্য সৌরশক্তিকে নবায়নযোগ্য শক্তি বলা হয়।
২৪। সৌরবিদু্যৎ কীভাবে পরিবেশকে দূষণমুক্ত রাখে?
উত্তর : সৌরবিদু্যতে সূর্যের আলো কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। সৌরবিদু্যতে খনিজ তেল, পেট্রল, ডিজেল ইত্যাদি জ্বালানির ন্যায় কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি পরিবেশ দূষণকারী গ্যাস উৎপন্ন হয় না। তাই সৌর বিদু্যৎ ব্যবহারে পরিবেশ দূষণমুক্ত থাকে।
২৫। আমাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় কয়েকটি উপাদানের নাম লেখো।
উত্তর : আমাদের জীবনধারণের জন্য প্রয়োজনীয় উপাদানের নাম হলো : বায়ু, পানি, খাদ্য, বস্ত্র ইত্যাদি।
২৬। কয়েকটি খনিজ সম্পদের নাম লেখো।
উত্তর : কয়েকটি খনিজ সম্পদের নাম : প্রাকৃতিক গ্যাস, কয়লা, চুনাপাথর ইত্যাদি।
২৭। সৌরবিদু্যৎ কী?
উত্তর : সৌরশক্তিকে কাজে লাগিয়ে যে বিদু্যৎ উৎপন্ন করা হয় সেটিই হলো সৌরবিদু্যৎ।
২৮। সৌর প্যানেল কী?
উত্তর : যে প্যানেলে সৌরশক্তিকে বৈদু্যতিক শক্তিতে রূপান্তরিত করা হয় তাকে সৌর প্যানেল বলে।
২৯। প্রাকৃতিক গ্যাসকে অনবায়নযোগ্য বলা হয় কেন?
উত্তর : প্রাকৃতিক গ্যাসের সরবরাহ খুবই সীমিত এবং শেষ হলে আর ফিরে পাওয়া যাবে না, তাই একে অনবায়নযোগ্য সম্পদ বলে।
৩০। প্রাকৃতিক সম্পদ কত প্রকার ও কী কী?
উত্তর : প্রাকৃতিক সম্পদ দুই প্রকার। যথা : (র) নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ (রর) অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ।
৩১। পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্য কী?
উত্তর : পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্য হলো পরিবেশকে নিরাপদ রাখা এবং প্রাকৃতিক সম্পদের পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করা।
৩২। উইন্ডমিল কী?
উত্তর : বায়ুপ্রবাহকে কাজে লাগানোর জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে উইন্ডমিল বলে।
৩৩। সম্পদ সংরক্ষণে একটি পদ্ধতির নাম কী?
উত্তর : রিসাইকেল করা।
৩৪। রিসাইকেল বলতে কী বোঝো?
উত্তর : রিসাইকেল বলতে আমরা কোনো বস্তুর পুনর্ব্যবহারকে বুঝি- যার মাধ্যমে প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার করা যায়।
৩৫। প্রাকৃতিক সম্পদের দুটি ব্যবহার কী কী?
উত্তর : ক. ফসল উৎপাদনে মাটি ব্যবহার
খ. বায়ুপ্রবাহ কাজে লাগিয়ে বিদু্যৎ উৎপাদন
৩৬। প্রকৃতির কোন উপাদান কাচ তৈরিতে ব্যবহার করা হয়?
উত্তর : বালি
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়