নবম-দশম শ্রেণির বাংলা প্রথমপত্র

আজ তোমাদের জন্য বঙ্গবাণী নিয়ে আলোচনা করা হলো

প্রকাশ | ১৮ মে ২০২২, ০০:০০

আতাউর রহমান সায়েম সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
জ্ঞান স্তর ১০. কবি কাদের জন্মপরিচয় নিয়ে সন্দিহান? উত্তর : যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেও বাংলা ভাষাকে অবজ্ঞা করে কবি তাদের জন্মপরিচয় নিয়ে সন্দিহান। ১১. কে সবার ভাষা বোঝেন? উত্তর : স্রষ্টা সবার ভাষা বোঝেন। ১২. কবির মতে প্রত্যেক মানুষই কোন ভাষায় স্রষ্টাকে ডাকে? উত্তর : কবির মতে প্রত্যেক মানুষই নিজ ভাষায়, অর্থাৎ মাতৃভাষায় স্রষ্টাকে ডাকে। ১৩. 'ভাগ' শব্দের অর্থ কী? উত্তর : 'ভাগ' শব্দের অর্থ ভাগ্য। ১৪. বাংলা ভাষার অবজ্ঞাকারীকে কবি কোথায় যেতে বলেছেন? উত্তর : বাংলা ভাষার অবজ্ঞাকারীকে কবি দেশ ছেড়ে বিদেশে যেতে বলেছেন। ১৫. আলস্নাহ ও মহানবীর স্তুতি কোন ভাষায় বর্ণিত হয়েছে? উত্তর : আলস্নাহ ও মহানবীর স্তুতি আরবি-ফারসি ভাষায় বর্ণিত হয়েছে। ১৬. কবির মাতা-পিতামহ ক্রমে কোথায় বসতি গড়েছিল? উত্তর : কবির মাতা-পিতামহ ক্রমে বঙ্গতে বসতি গড়েছিল। ১৭. কবি কাদের জন্ম পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন? উত্তর : বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলা ভাষাকে যারা হিংসা করে কবি তাদের পরিচয় সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছেন। ১৮. 'জুয়ায়' শব্দের অর্থ কী? উত্তর : 'জুয়ায়' শব্দের অর্থ জোগায়। ১৯. কারা হিন্দুর অক্ষরকে হিংসা করে? উত্তর : মারফতে জ্ঞানহীনরা হিন্দুর অক্ষরকে হিংসা করে। ২০. 'আপে' শব্দটির অর্থ কী? উত্তর : 'আপে' শব্দটির অর্থ স্বয়ং বা আপনি। ২১. কবি কাদের বিদেশ যেতে বলেছেন? উত্তর : দেশি ভাষার প্রতি যাদের অনুরাগ নেই, কবি তাদের বিদেশ যেতে বলেছেন। ২২. 'ছিফত' শব্দটির অর্থ কী? উত্তর : 'ছিফত' শব্দটির অর্থ গুণ। ২৩. সৃষ্টিকর্তা কোন কোন ভাষা বুঝতে পারেন? উত্তর : সৃষ্টিকর্তা পৃথিবীর সব ভাষাই বুঝতে পারেন। ২৪. মাতৃভাষা কী? উত্তর : জন্মগ্রহণ করে মানুষ মায়ের মুখ থেকে যে ভাষা কথা বলতে শেখে তাই মাতৃভাষা। ২৫. প্রভু কোন বাক্য বোঝেন? উত্তর : প্রভু সর্বদেশের সর্ববাক্য বোঝেন। ২৬. কবি কাদের জন্য কবিতা রচনা করেছেন? উত্তর : যাদের বই পড়ার অভ্যাস নেই, কবি তাদের জন্য দেশি ভাষায় গ্রন্থ রচনা করেন। ২৭. 'হিংসে' শব্দটির অর্থ কী? উত্তর : 'হিংসে' শব্দটির অর্থ বিদ্বেষ পোষণ করে। ২৮. আরবি-ফারসি ভাষার প্রতি কবির কী নেই? উত্তর : আরবি-ফারসি ভাষার প্রতি কবির রাগ নেই। ২৯. 'তোষি' শব্দটির অর্থ কী? উত্তর : 'তোষি' শব্দটির অর্থ তুষ্ট করি। ৩০। 'হাবিলাষ' শব্দটির অর্থ কী? উত্তর : 'হাবিলাষ' শব্দটির অর্থ অভিলাষ/প্রবল/ইচ্ছা। ৩১. আবদুল হাকিমের বিখ্যাত কাব্যের নাম কী? উত্তর : আবদুল হাকিমের বিখ্যাত কাব্যের নাম নূরনামা। ৩২। 'জুয়ায়' শব্দটির অর্থ কী? উত্তর : 'জুয়ায়' শব্দটির অর্থ জোগায়। অনুধাবন স্তর ১. ধর্মীয় গোঁড়ামি কীভাবে মাতৃভাষা চর্চায় বাধা হয়ে দাঁড়ায়? উত্তর :ধর্মীয় গোঁড়ামি বিভিন্নভাবে মাতৃভাষা চর্চায় বাধা হয়ে দাঁড়ায়। মধ্যযুগে 'হিন্দুর অক্ষর' বলে একশ্রেণির মুসলমান লেখক বাংলা ভাষাকে ঘৃণা করত। বাংলা ভাষার সঙ্গে সংস্কৃত ভাষার একটি গভীর যোগাযোগ আছে। এজন্য বাংলা ভাষাকে সংস্কৃত ভাষার দুহিতা বলা হয়। এ কারণে একশ্রেণির ধর্মান্ধ মুসলিম লেখক বাংলাকে হিন্দুয়ানি ভাষা বলে অবজ্ঞা করত। তারা মাতৃভাষা বাংলার পরিবর্তে আরবি ও ফারসি ভাষা ব্যবহার করে আত্মতৃপ্তি লাভ করত। কবি আবদুল হাকিম তার 'বঙ্গবাণী' কবিতায় 'হিন্দুর অক্ষর' কথাটি উলেস্নখের মাধ্যমে বাংলা ভাষা সম্পর্কে তৎকালীন মুসলিম লেখকদের অজ্ঞতার প্রতি ইঙ্গিত করেছেন। ২. মাতৃভাষার অবজ্ঞাকারীদের প্রতি কবির পরামর্শ ব্যাখ্যা করো। উত্তর : মাতৃভাষার অবজ্ঞাকারীদের প্রতি কবির পরামর্শ হলো- তারা যেন স্বদেশ ছেড়ে অন্য দেশে চলে যায়। যারা স্বদেশ ও স্বভাষার প্রতি বীতশ্রদ্ধ, তারা স্বদেশ ও মাতৃভাষার প্রতি মমত্বহীন। এসব লোকের প্রতি কবির পরামর্শ হলো- যাদের মনে স্বদেশের ও স্বভাষার প্রতি অনুরাগ নেই, তাদের এ দেশে বসবাসের অধিকার নেই। তারা অন্য দেশে চলে গেলেই পারে। হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়