ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন

প্রকাশ | ২৪ মে ২০২২, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ফুড সিকিউরিটি ইন সাউথ এশিয়া' শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ২০ মে শেষ হয়েছে। রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ ১৮ মে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চ (সিএনআরএস) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ফুড সিকিউরিটির আন্তর্জাতিক কমিটির চেয়ারম্যান ডক্টর মান্নাভা শিভাকুমার এবং সম্মেলন আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডক্টর এএইচএম মুস্তাফিজুর রহমান বক্তব্য দেন। উপাচার্য অধ্যাপক ডক্টর মো. আখতারুজ্জামান জলবায়ু পরিবর্তন প্রশমনে যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।