প্রাথমিক বিজ্ঞান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রকাশ | ২৪ মে ২০২২, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
১১৫। ফিটকিরি পানি জীবাণুমুক্ত করার -। উত্তর : পদার্থ ১১৬। মাটি থেকে পানি ও পুষ্টি গ্রহণ করে -। উত্তর : উদ্ভিদ ১১৭। বায়ুতে সব সময় কিছু পরিমাণ - থাকে। উত্তর : বাষ্প ১১৮। ফিটকিরি ব্যবহার হয় - বিশুদ্ধ করতে। উত্তর : পানি ১১৯। দূষিত পানি - জন্য ক্ষতিকর। উত্তর : জীবনের ১২০। পানি জীবাণুমুক্ত করার সবচেয়ে ভালো পদ্ধতি -। উত্তর : ফুটানো ১২১। পানি ফুটতে শুরু করার পর - তাপ দিলে পানিতে থাকা জীবাণু মারা যায়। উত্তর : ২০ মিনিট ১২২। জলীয়বাষ্প বায়ুমন্ডলের ওপরের দিকে উঠে - হয়ে ক্ষুদ্র পানিকণায় পরিণত হয়। উত্তর : ঠান্ডা ১২৩। মেঘের পানিকণাগুলো খুব বেশি ঠান্ডা হয়ে গেলে তা পরিণত হয় -। উত্তর : বরফে ১২৪। বায়ুপ্রবাহের কারণে - মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায়। উত্তর : জলীয়বাষ্প ১২৫। মেঘের পানিকণাগুলো - বরফে পরিণত হয়ে শিলাবৃষ্টি হিসেবে পৃথিবীতে নেমে আসে। উত্তর : খুব বেশি ঠান্ডায় ১২৬। জলীয়বাষ্প মেঘরূপে উড়ে গিয়ে পর্বতের চূড়ায় পৌঁছায় - প্রভাবে। উত্তর : বায়ুপ্রবাহের ১২৭। পাট পচানো পানিদূষণের -। উত্তর : কারণ ১২৮। আর্সেনিকমুক্ত নলকূপের রঙ -। উত্তর : সবুজ ১২৯। নলকূপের পানিতে আর্সেনিক নামক - মিশে থাকে। উত্তর : বিষাক্ত পদার্থ ১৩০। পানিতে আর্সেনিক আছে কিনা, তা - করে জানা যায়। উত্তর : পরীক্ষা ১৩১। আর্সেনিকযুক্ত পানি পান করলে হাত-পায়ের চামড়ায় - হয়। উত্তর : ঘা ১৩২। কলেরা, আমাশয়, টাইফয়েড ও ডায়রিয়া - রোগ। উত্তর : পানিবাহিত ১৩৩। পেটের পীড়া ও চর্মরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে - পানে। উত্তর : দূষিত পানি ১৩৪। আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে হাত-পায়ে যে এক ধরনের ক্ষত বা ঘা তৈরি হয় তা - রোগ। উত্তর : আর্সেনোকোসিস ১৩৫। আর্সেনোকোসিস রোগের কারণ -। উত্তর : আর্সেনিকযুক্ত পানি পান ১৩৬। আর্সেনোকোসিস কী ধরনের -। উত্তর : পানিবাহিত রোগ ১৩৭। দূষিত পানিতে গোসল করলে - রোগ হতে পারে। উত্তর : চর্মরোগ ১৩৮। দূষিত পানি পান করলে - হওয়ার আশঙ্কা থাকে। উত্তর : পেটের পীড়া ১৩৯। আমাদের ঘিরে আছে -। উত্তর : বায়ু ১৪০। অক্সিজেন আমাদের গ্রহণ করা খাদ্য ভেঙে - উৎপাদন করে। উত্তর : শক্তি ১৪১। শ্বাসকষ্টের রোগীদের অনেক সময় সিলিন্ডার থেকে - দেওয়া হয়। উত্তর : অক্সিজেন ১৪২। রান্নাঘরে বিষাক্ত - উৎপন্ন হয়। উত্তর : কার্বন মনোক্সাইড ১৪৩। ইউরিয়া সার প্রস্তুতিতে বায়ুর - গ্যাস ব্যবহার করা হয়। উত্তর : নাইট্রোজেন ১৪৪। মাটিকণার ফাঁকে ফাঁকে - থাকে। উত্তর : বায়ু ১৪৫। অক্সিজেন ছাড়া - জ্বলে না। উত্তর : আগুন ১৪৬। পর্বতের চূড়ায় - পরিমাণ কম থাকে। উত্তর : অক্সিজেনের। ১৪৭। গাছের বৃদ্ধির জন্য - সার প্রয়োগ করা হয়। উত্তর : ইউরিয়া ১৪৮। অগ্নিনির্বাপক যন্ত্রে - গ্যাস বিদ্যমান থাকে। উত্তর : কার্বন ডাইঅক্সাইড ১৪৯। কার্বন মনোক্সাইড - গ্যাস। উত্তর : বিষাক্ত ১৫০। কয়লা পোড়ানো বায়ুতে - অক্সাইড উৎপন্ন হয়। উত্তর : সালফারের ১৫১। এসিডযুক্ত বৃষ্টি সকল জীবের জন্য -। উত্তর : ক্ষতিকর ১৫২। বোতলে কোমল পানীয়ের সঙ্গে - কার্বন ডাইঅক্সাইড গ্যাস মেশানো হয়। উত্তর : উচ্চচাপে ১৫৩। বোতলে কোমল পানীয়ের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাস মেশানোর ফলে - স্বাদ পাওয়া যায়। উত্তর : ঝাঁজাল ১৫৪। যানবাহনের কালো ধোঁয়া - দূষিত করে। উত্তর : বায়ু ১৫৫। কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুর চেয়ে -। উত্তর : ভারী হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়