জানার আছে অনেক কিছু
বিষয় : সভ্যতাু
প্রকাশ | ২৯ মে ২০২২, ০০:০০

প্রশ্ন : ব্যাবিলনীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? উত্তর : মেসোপটেমিয়ায়। প্রশ্ন : নতুন ব্যাবিলনীয় সভ্যতা কে গড়ে তুলেছিলেন? উত্তর : নেবুচাঁদ নেজার। প্রশ্ন : ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে তৈরি করেন? উত্তর : নেবুচাঁদ নেজার। প্রশ্ন : ব্যাবিলনীয়দের প্রধান দেবতার নাম কী? উত্তর : মারডক। প্রশ্ন : ব্যাবিলনীয়দের লিখন পদ্ধতির নাম কী? উত্তর : কিউনিফর্ম। প্রশ্ন : হাম্মুরাবি কোন সভ্যতার আইনবিদ ছিলেন? উত্তর : ব্যাবিলনীয় সভ্যতার। প্রশ্ন : আশেরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর : টাইগ্রিস। প্রশ্ন : কারা প্রথম বৃত্তকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করেন? উত্তর : আশেরীয়রা। প্রশ্ন : কারা প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশ ভাগ করেছিলেন? উত্তর : আশেরীয়রা। প্রশ্ন : কারা সর্বপ্রথম লোহার অস্ত্র তৈরি করে যুদ্ধে ব্যবহার করেন? উত্তর : আশেরীয়রা। প্রশ্ন : আশেরীয়দের সূর্য দেবতার নাম কী? উত্তর : শামস। প্রশ্ন : কত খিষ্টপূর্বে আশেরীয়দের সভ্যতা ধ্বংস হয়? উত্তর : ৬১২ খ্রিষ্টপূর্বে। প্রশ্ন : কীভাবে আশেরীয় সভ্যতা ধ্বংস হয়? উত্তর : প্রতিবেশী রাজ্যগুলোর আক্রমণের মুখে। প্রশ্ন : ক্যালডীয় সভ্যতা গড়ে তুলেছিলেন কে? উত্তর : সম্রাট নেবুচাঁদ নেজার। প্রশ্ন : ক্যালডীয়দের প্রধান দেবতার নাম কী? উত্তর : জুপিটার।