এসএসসি পরীক্ষার প্রস্তুতি জীববিজ্ঞান

ক্রেবস চক্র কত সালে আবিষ্কৃত হয়?

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো জ্ঞানমূলক প্রশ্নোত্তর অধ্যায়Ñ৪ ৯৯। ক্রেবস চক্রে কতটি অঞচ তৈরি হয়? উত্তর : ২৪টি ১০০। শ^সনের গøাইকোলাইসিস প্রক্রিয়ায় কত অণু অঞচ তৈরি হয়? উত্তর : ৪ অণু ১০১। ক্রেবস চক্র কত সালে আবিষ্কৃত হয়? উত্তর : ১৯৩৭ সালে ১০২। অ্যাসিটাইল কো-এ সৃষ্টি পযাের্য় মোট কতটি কাবর্ন ডাই-অক্সাইড উৎপন্ন হয়? উত্তর : ২টি ১০৩। গøাইকোলাইসিসে কত অণু ঘঅউঐ + ঐ+ উৎপন্ন হয়? উত্তর : দুই ১০৪। সবাত শ^সনে সবের্মাট কতটি অঞচ উৎপন্ন হয়? উত্তর : ৩৮টি ১০৫। শ^সনের সময় অ্যাসিটাইল কো-এ কোথায় তৈরি হয়? উত্তর : মাইটোকন্ড্রিয়াতে ১০৬। অ্যাসিটাইল কো-এ ধাপে কয়টি ঘঅউঐ২ তৈরি হয়? উত্তর : ২টি ১০৭। গøাইকোলাইসিসের বিক্রিয়াগুলো কোষের কোথায় ঘটে? উত্তর : সাইটোপ্লাজমে ১০৮। সবাত শ^সনের ক্রেবস চক্রে এক অণু গøুকোজ থেকে কতটি অঞচ উৎপন্ন হয়? উত্তর : ২৪টি ১০৯। সবাত শ^সনে মোট কত অণু কাবর্ন ডাইঅক্সাইড উৎপন্ন হয়? উত্তর : ছয় অণু ১১০। সবাত শ^সন প্রক্রিয়ায় কত ক্যালরি শক্তি উৎপন্ন হয়? উত্তর : ৬৮৬ শ ঈধষ/সড়ষ ১১১। অবাত শ^সন প্রক্রিয়ায় কত ক্যালরি শক্তি উৎপন্ন হয়? উত্তর : ৫৬ শ ঈধষ/সড়ষ ১১২। গøাইকোলাইসিস ধাপে কত অণু অঞচ অবশিষ্ট তাকে? উত্তর : ২ অণু ১১৩। ১ অণু ঋঅউঐ২ = কত অণু অঞচ? উত্তর : ২ অণু