জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
প্রশ্ন : লোক সংখ্যার দিক দিয়ে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? উত্তর : গণচীন। প্রশ্ন : এশিয়ার মোট উপক‚ল রেখার দৈঘ্যর্ কত? উত্তর : ৫৭,৯৫০ কি.মি.। প্রশ্ন : জাপান সাগর ও পীত সাগের মধ্যে কোন দীপের অবস্থান? উত্তর : কোরিয়া উপদ্বীপ। প্রশ্ন : পারস্য উপসাগরে কোন দ্বীপ অবস্থিত? উত্তর : বাহরাইন দ্বীপ। প্রশ্ন : পৃথিবীর কত ভাগ মানুষ এশিয়ায় বাস করে? উত্তর : ৬০.৬ ভাগ। প্রশ্ন : এশিয়ার বৃহত্তম নদী কোনটি? উত্তর : ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.)। প্রশ্ন : এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? উত্তর : সালউইন। প্রশ্ন : এশিয়ার দীঘর্তম নদীগুলোর নাম কী? উত্তর : ইয়াংসিকিয়াং (৫৪৯৪ কি.মি.), ওব (৫৪১০ ), ইনিসি (৫৪০৬ কি.মি.), হোয়াংহো (৪৩৪৪ কি.মি.), লেনা (৪৪০০ কি.মি.), ব্রহ্মপুত্র (২৭০০ কি.মি.)। প্রশ্ন : ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? উত্তর : সানপো। প্রশ্ন : এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? উত্তর : কাস্পিয়ান সাগর, (১, ৪৩, ২৪৪ বগর্ কি.মি.)। প্রশ্ন : এশিয়া তথা পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? উত্তর : বৈকাল হ্রদ (গভীরতা ৫,৩১৫ ফুট বা ১৬২০ মিটার)। প্রশ্ন : দক্ষিণ এশিয়ার আয়তন কত? উত্তর : ৪৩,৮৬,৫৪০ বগর্ কি.মি.। প্রশ্ন : দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? উত্তর : ভারত। প্রশ্ন : দক্ষিণ এশিয়ার ঘন বসতিপূণর্ শেষ কোনটি? উত্তর : বাংলাদেশ।