রাবিতে স্বণর্পদক প্রদান

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
৮ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ৫ম গ্র্যাজুয়েশন প্রদান অনুষ্ঠানে ১২ জন স্নাতককে স্বণর্পদক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। রাবি ভিসি ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউজিসি সদস্য প্রফেসর এম শাহ নওয়াজ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি চৌধুরী মো. জাকারিয়া ও কোষাধ্যক্ষ প্রফেসর একেএম মোস্তাফিজুর রহমান আল-আরিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর একে শামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ভারপ্রাপ্ত রেজিস্টার প্রফেসর এমএ বারী। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১২টি ব্যাচের প্রতিটি পরীক্ষায় শীষর্ স্থান অধিকারী ১২ জন স্নাতককে স্বণর্পদকে ভ‚ষিত করা হয়। এ সময় এক্সিকিউটিভ এমবিএ, এমবিএ ইভিনিং, এমবিএ-ডে ও এমবিএ ফর বিবিএ গ্র্যাজুয়েটস কোসের্র ৪৩৪ জনকে গ্র্যাজুয়েশন প্রদান করেন ভিসি।