পাবিপ্রবিতে কমর্শালা অনুষ্ঠিত

প্রকাশ | ১০ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
৮ ডিসেম্বর পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সফলভাবে শেষ হলো ‘ওয়াকর্শপ অন অ্যাপ্লিকেশন অফ ফিন্যানশিয়াল ম্যানেজমেন্ট’ শীষর্ক কমর্শালা। ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এ কমর্শালা শুরু হয় ৭ ডিসেম্বর। দুদিনব্যাপী এ কমর্শালায় অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের সব দপ্তরের দপ্তর প্রধান এবং অথর্ ও হিসাব দপ্তরের সব কমর্কতার্-কমর্চারী। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের তৃতীয় তলায় ভাচুর্য়াল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কমর্শালায় রিসোসর্ পাসর্ন হিসেবে বক্তব্য দেন ইউজিসির অথর্ বিভাগের পরিচালক রেজাউল করিম হাওলাদার। দ্বিতীয় দিনে ট্রেজারার প্রফেসর ড. আনোয়ার খসরু পারভেজ কমর্শালার সমাপ্তি ঘোষণা করেন। তিনি এ সময়ে বলেন, অথর্ আইন সম্পকের্ সবার জ্ঞান থাকা আবশ্যক। রিসোসর্ পাসর্ন রেজাউল করিম হাওলাদার বলেন, অথর্সংক্রান্ত আইনবিষয়ক জ্ঞান পেশাগত দক্ষতার উন্নয়নে সাহায্য করে এবং অথের্র সঠিক সমন্বয় একটি প্রতিষ্ঠানকে উন্নয়নের দিকে পরিচালিত করে। এ কমর্শালায় ৩০ জন প্রশিক্ষণাথীর্ অংশগ্রহণ করেন। আইকিউএসির পরিচালক ড. মোহাম্মদ নাজমুল ইসলাম কমর্শালায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান।