এসএসসি পরীক্ষার প্রস্তুতি

জীববিজ্ঞান

উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কয়টি?

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
জ্ঞানমূলক প্রশ্নোত্তর অধ্যায়Ñ৪ ১১৪। মাইটোকন্ড্রিয়া সবাত শ^সনের কোন কোন ধাপের সঙ্গে সম্পকর্যুক্ত? উত্তর : ৩য় ও ৪থর্ ধাপের ১১৫। গøুকোজের শ^সনিক কোশেন্ট কত? উত্তর : ১ ১১৬। শ^সনের জন্য উত্তম তাপমাত্রা কত? উত্তর : ২০সে. থেকে ৪৫ সে. ১১৭। সবাত ও অবাত শ^সনের প্রথম পযাের্য়র নাম কী? উত্তর : গøাইকোলাইসিস ১১৮। অণুজীব কাবোর্হাইড্রেটকে জারিত করে কীসে পরিণত করে? উত্তর : অ্যালকোহলে ১১৯। ক্রেবস চক্রের প্রথম পদাথের্র নাম কী? উত্তর : সাইট্রিক এসিড ১২০। অঞচ এর পূণর্রূপ কী? উত্তর : অফবহড়ংরহব ঞৎরঢ়যড়ংঢ়যধঃ অধ্যায় Ñ ৫ ১। ম্যাক্রো উপাদান কয়টি? উত্তর : ৯টি ২। উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানের সংখ্যা কত? উত্তর : ১০টি ৩। ম্যাক্রোনিউট্রিয়েন্ট কাকে বলে? উত্তর : উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয় তাকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বলে। ৪। কয়টি অত্যাবশ্যকীয় মৌল উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে? উত্তর : ২টি ৫। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজনীয় উপাদান কয়টি? উত্তর : ১৬টি ৬। কয়টি অজেব উপাদান উদ্ভিদের জন্য বেশি প্রয়োজন? উত্তর : ১০টি ৭। পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার ক্ষেত্রে কার ভ‚মিকা রয়েছে? উত্তর : পটাশিয়াম ৮। খাদ্য প্রস্তুতে বাধাপ্রাপ্ত হলে কোন প্রক্রিয়ায় বিঘœ ঘটে? উত্তর : শ^সন ৯। সুগারবিটের মূল ও কাÐের বৃদ্ধির জন্য কোন উপাদান প্রয়োজন? উত্তর : ক্লোরিন ১০। কোন উপাদানের অভাবে উদ্ভিদের বৃদ্ধি কম হয় এবং শীষর্ ও পাশ^র্মুকুল মরে যায়? উত্তর : পটাসিয়াম ১১। রুটি তৈরির সময় কিসের চাপে রুটি ফাপা হয়? উত্তর : কাবর্ন ডাইঅক্সাইডের