এসএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা দ্বিতীয়পত্র

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

তাহের সিদ্দিকী শিক্ষক, আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর সমাস ৭০. পূবর্পদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কোন বহুব্রীহি সমাস হয়? ক. ব্যাধিকরণ খ. সমানাধীকরণ গ. প্রত্যায়ান্ত বহুব্রীহি ঘ. মধ্যপদলোপী বহুব্রীহি সঠিক উত্তর : খ. সমানাধীকরণ সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়া ১। কোন ক্রিয়া একজনের চালনায় অন্য কতৃর্ক অনুষ্ঠিত হয়? ক. সকমর্ক ক্রিয়া খ. অকমর্ক ক্রিয়া গ. প্রযোজক ক্রিয়া ঘ. যৌগিক ক্রিয়া সঠিক উত্তর : গ. প্রযোজক ক্রিয়া ২। পূণার্ঙ্গ বাক্য গঠন করতে হলে কোন ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হয়? ক. যৌগিক ক্রিয়া খ. অসমাপিকা ক্রিয়া গ. সমাপিকা ক্রিয়া ঘ. কোনোটিই নয় সঠিক উত্তর : গ. সমাপিকা ক্রিয়া ৩। কিসের ভেদে ক্রিয়ার রূপের পাথর্ক্য হয় না? ক. বচনভেদে খ. বণর্না গ. অথের্ভদে ঘ. প্রয়োগভেদে সঠিক উত্তর : ক. বচনভেদে ৪। কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিভক্তি নয়? ক. ইয়া>এ খ. ইলে>লে গ. ইতে>তে ঘ. ইনে>নে সঠিক উত্তর : ঘ. ইনে>নে ৫। সমাপিকা ক্রিয়া গঠিত হয় কিভাবে? ক. ধাতুর সঙ্গে বতর্মান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে খ. ধাতুর সঙ্গে কাল-নিরপেক্ষ হয়ে গ. ধাতুর সঙ্গে বতর্মানকালের বিভক্তি যুক্ত হয়ে ঘ. ধাতুর সঙ্গে অতীতকালের বিভক্তি যুক্ত হয়ে সঠিক উত্তর : ক. ধাতুর সঙ্গে বতর্মান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে ৬। অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কতার্ কত প্রকার? ক. ১২ প্রকার খ. ৩ প্রকার গ. ২ প্রকার ঘ. ৬ প্রকার সঠিক উত্তর : খ. ৩ প্রকার