এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা দ্বিতীয়পত্র

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শাদমান শাহিদ, প্রভাষক আওলিয়ানগর এমএ ইন্টারমিডিয়েট কলেজ ব্রাহ্মণবাড়িয়া। য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র নিয়ে আলোচনা করা হলো পদ ১০। বিশেষণের অতিশায়ন কাকে বলে? আলোচনা করো। উত্তর : বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে দোষ, গুণ, অবস্থা, পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকষর্ বা অপকষর্ বুঝিয়ে থাকে, তখন তাকে বিশেষণের অতিশায়ন বলে। বাংলা শব্দের অতিশায়ন : বাংলা শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে হতে, থেকে, চেয়ে ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়। যেমন : গরুর চেয়ে ঘোড়ার দাম বেশি। তৎসম শব্দের অতিশায়ন : তৎসম শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে তর, তম ইত্যাদি প্রত্যয় ব্যবহৃত হয়। যেমন : গুরু-গুরুতর-গুরুতম, দীঘর্-দীঘর্তর-দীঘর্তম ইত্যাদি। ১১। নিচের শব্দগুলোর পদ নিদের্শ করো : প্রগাঢ় নিকুঞ্জ, সিক্ত নীলাম্বরী, পুলকিত সচ্ছলতা, তিনটি ফুল আর অনেক পাতা, নীল হলুদ বেগুনি অথবা সাদা, তুমি আমার পূবর্ বাংলা, রাঙা উৎপল যার উপমা। উত্তর : প্রগাঢ়ÑÑÑ বিশেষণ, নীলাম্বরীÑÑÑ বিশেষ্য, পুলকিতÑÑÑ বিশেষণ, তিনটিÑÑÑ বিশেষণ, আরÑÑÑÑ অব্যয়, অথবাÑÑÑÑ অব্যয়, তুমি, আমারÑÑÑÑ সবর্নাম, যারÑÑÑÑ সবনার্ম। (এভাবেই কিছু শব্দ বা বাক্য প্রশ্নে উল্লেখ করে দিয়ে বলবে, কোনটি কোন বিশেষ্য অথবা কোনটি কোন বিশেষণ পদ নিদের্শ করো।) ১২। না-বাচক ক্রিয়া বিশেষণ ‘নি, না, নাই’ এর দুটি করে প্রয়োগ দেখাও। উত্তর : না-বাচক ক্রিয়া বিশেষণ ‘নি, না, নাই’ এর দুটি করে প্রয়োগ দেখানো হলো : ডন : ক. ফুল কি ফোটেনি শাখে?