জা না র আ ছে অ নে ক কি ছু

এভারেস্ট

প্রকাশ | ১১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
প্রশ্ন : এশিয়ার সবোর্চ্চ বিন্দু কোনটি? উত্তর : এভারেস্ট। প্রশ্ন : এশিয়ার সবির্নম্ন বিন্দু কোনটি? উত্তর : লোহিত সাগর। প্রশ্ন : এভারেস্টের উচ্চতা কত? উত্তর : ২৯,০২৮ ফুট বা ৮.৮৪৮ মিটার প্রায়। প্রশ্ন : এশিয়ার দ্বিতীয় উচ্চতম পবর্ত শৃঙ্গের নাম কী? উত্তর : গডউইন অষ্টিন। প্রশ্ন : গডউইন অষ্টিন পবর্ত ঠলঙ্গের অবস্থান কোন পবর্ত শ্রেণিতে? উত্তর : কারাকোরাম। প্রশ্ন : কোন কোন দেশের মধ্য দিয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে? উত্তর : ভারত ও পাকিস্তান। প্রশ্ন : সি›দ্ধু নদ কোথায় পতিত হয়েছে? উত্তর : আরব সাগরে। প্রশ্ন : গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে? উত্তর : বঙ্গোপসাগরে।