বহুনির্বাচনি প্রশ্নোত্তর
২২. একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কী বলে?
ক. ব্যক্তিভাষা খ. কথ্য ভাষা
গ. উপভাষা ঘ. প্রমিত ভাষা
সঠিক উত্তর : ঘ. প্রমিত ভাষা।
২৩. বাক্যের সঙ্গে কাদের সম্পর্ক রয়েছে?
ক. বক্তা ও শ্রোতা খ. দর্শক
গ. মানুষ ঘ. পাখি
সঠিক উত্তর : ক. বক্তা ও শ্রোতা।
২৪. অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে?
ক. উচ্চশ্রেণির ভাষা খ. উচ্চভাষা
গ. অভিজাত ভাষা ঘ. সম্ভ্রান্ত শ্রেণির ভাষা
সঠিক উত্তর : ক. উচ্চশ্রেণির ভাষা।
২৫. বাক্য বলতে কী বোঝায়?
ক. কথা খ. শব্দ
গ. ভাব ঘ. ইশারা
সঠিক উত্তর : ক. কথা।
২৬. ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায়, তাকে কী ভাষা বলে?
ক. প্রমিত ভাষা খ. ব্যক্তিভাষা
গ. উপভাষা ঘ. কথ্যভাষা
সঠিক উত্তর : ঘ. কথ্যভাষা।
২৭. চলতি ভাষার সৃষ্টি হয় কত সালে?
ক. ১৯০৩ খ. ১৯১০
গ. ১৯১৪ ঘ. ১৯২১
সঠিক উত্তর : গ. ১৯১৪।
২৮. ভাষার প্রধান উপাদান কয়টি?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
সঠিক উত্তর : ঘ. চার।
ধ্বনি, বর্ণ, সন্ধি
১. বাগযন্ত্রের সাহায্যে আমরা কী উৎপাদন করি?
ক. ধ্বনি খ. বর্ণ
গ. শব্দ ঘ. বাক্য
সঠিক উত্তর : ক. ধ্বনি।
২ জিভ সবচেয়ে ওপরে তুলে যে স্বরধ্বনির উচ্চারণ করতে হয়, তাকে কী বলে?
ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য স্বরধ্বনি
গ. পশ্চাৎ স্বরধ্বনি ঘ. নিম্ন স্বরধ্বনি
সঠিক উত্তর : গ. পশ্চাৎ স্বরধ্বনি।
৩ স্বরধ্বনির উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
সঠিক উত্তর : খ. তিনটি
৪ জিভ সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরধ্বনি উচ্চারিত হয়, তাকে কী বলে?
ক. উচ্চমধ্য স্বরধ্বনি খ. নিম্নস্বরধ্বনি
গ. উচ্চস্বরধ্বনি ঘ. নিম্নমধ্য স্বরধ্বনি
সঠিক উত্তর : খ. নিম্ন স্বরধ্বনি।
৫ যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে কী বলে?
ক. স্বরধ্বনি খ. স্বরবর্ণ
গ. ব্যঞ্জনধ্বনি ঘ. ব্যঞ্জনবর্ণ
সঠিক উত্তর : ক. স্বরধ্বনি।
৬ জিভ নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থেকে যে স্বরধ্বনি উচ্চারিত করে তাকে কী বলে?
ক. উচ্চমধ্য স্বরধ্বনি
খ. নিম্ন স্বরধ্বনি
গ. উচ্চ স্বরধ্বনি
ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি
সঠিক উত্তর : ক. উচ্চমধ্য স্বরধ্বনি।
৭ ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণে কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
সঠিক উত্তর : ক. ২
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়