ষষ্ঠ শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র

আজ তোমাদের জন্য ভাষা ও বাংলা ভাষা নিয়ে আলোচনা করা হলো

প্রকাশ | ০৮ জুন ২০২২, ০০:০০

মোচ্ছা. রুবিনা খাতুন, সহকারী শিক্ষক দখিনা রূপকারী উচ্চ বিদ্যালয় বাগাইছড়ি, রাঙামাটি
বহুনির্বাচনি প্রশ্নোত্তর ২২. একটি উপভাষাকে আদর্শ ধরে সবার বোধগম্য ভাষা হিসেবে তৈরি ভাষারূপকে কী বলে? ক. ব্যক্তিভাষা খ. কথ্য ভাষা গ. উপভাষা ঘ. প্রমিত ভাষা সঠিক উত্তর : ঘ. প্রমিত ভাষা। ২৩. বাক্যের সঙ্গে কাদের সম্পর্ক রয়েছে? ক. বক্তা ও শ্রোতা খ. দর্শক গ. মানুষ ঘ. পাখি সঠিক উত্তর : ক. বক্তা ও শ্রোতা। ২৪. অভিজাতদের ভাষাকে কী ভাষা বলে? ক. উচ্চশ্রেণির ভাষা খ. উচ্চভাষা গ. অভিজাত ভাষা ঘ. সম্ভ্রান্ত শ্রেণির ভাষা সঠিক উত্তর : ক. উচ্চশ্রেণির ভাষা। ২৫. বাক্য বলতে কী বোঝায়? ক. কথা খ. শব্দ গ. ভাব ঘ. ইশারা সঠিক উত্তর : ক. কথা। ২৬. ব্যক্তির নিজস্ব পরিচয় যে ভাষারূপের মাধ্যমে প্রকাশ পায়, তাকে কী ভাষা বলে? ক. প্রমিত ভাষা খ. ব্যক্তিভাষা গ. উপভাষা ঘ. কথ্যভাষা সঠিক উত্তর : ঘ. কথ্যভাষা। ২৭. চলতি ভাষার সৃষ্টি হয় কত সালে? ক. ১৯০৩ খ. ১৯১০ গ. ১৯১৪ ঘ. ১৯২১ সঠিক উত্তর : গ. ১৯১৪। ২৮. ভাষার প্রধান উপাদান কয়টি? ক. এক খ. দুই গ. তিন ঘ. চার সঠিক উত্তর : ঘ. চার। ধ্বনি, বর্ণ, সন্ধি ১. বাগযন্ত্রের সাহায্যে আমরা কী উৎপাদন করি? ক. ধ্বনি খ. বর্ণ গ. শব্দ ঘ. বাক্য সঠিক উত্তর : ক. ধ্বনি। ২ জিভ সবচেয়ে ওপরে তুলে যে স্বরধ্বনির উচ্চারণ করতে হয়, তাকে কী বলে? ক. সম্মুখ স্বরধ্বনি খ. মধ্য স্বরধ্বনি গ. পশ্চাৎ স্বরধ্বনি ঘ. নিম্ন স্বরধ্বনি সঠিক উত্তর : গ. পশ্চাৎ স্বরধ্বনি। ৩ স্বরধ্বনির উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ? ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি সঠিক উত্তর : খ. তিনটি ৪ জিভ সবচেয়ে নিচে অবস্থান করে যে স্বরধ্বনি উচ্চারিত হয়, তাকে কী বলে? ক. উচ্চমধ্য স্বরধ্বনি খ. নিম্নস্বরধ্বনি গ. উচ্চস্বরধ্বনি ঘ. নিম্নমধ্য স্বরধ্বনি সঠিক উত্তর : খ. নিম্ন স্বরধ্বনি। ৫ যে বাগধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে আসা বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না, সেগুলোকে কী বলে? ক. স্বরধ্বনি খ. স্বরবর্ণ গ. ব্যঞ্জনধ্বনি ঘ. ব্যঞ্জনবর্ণ সঠিক উত্তর : ক. স্বরধ্বনি। ৬ জিভ নিম্ন স্বরধ্বনির তুলনায় উপরে এবং উচ্চ স্বরধ্বনির তুলনায় নিচে থেকে যে স্বরধ্বনি উচ্চারিত করে তাকে কী বলে? ক. উচ্চমধ্য স্বরধ্বনি খ. নিম্ন স্বরধ্বনি গ. উচ্চ স্বরধ্বনি ঘ. নিম্ন-মধ্য স্বরধ্বনি সঠিক উত্তর : ক. উচ্চমধ্য স্বরধ্বনি। ৭ ঠোঁটের অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোর উচ্চারণে কয় ধরনের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়? ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫ সঠিক উত্তর : ক. ২ হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়