এসএসসি পরীক্ষার প্রস্তুতি

জীববিজ্ঞান

পাতার শীষর্ ও কিনারা হলুদ হওয়ার কারণ কী?

প্রকাশ | ১২ ডিসেম্বর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো জ্ঞানমূলক প্রশ্নোত্তর অধ্যায়Ñ৫ ১২। প্রাণীদেহে শক্তি পরিমাপের একক কী? উত্তর : ক্যালরি ১৩। সাইটোক্রোমের সাংগঠনিক উপাদানের নাম কী? উত্তর : আয়রন ১৪। কোন উপাদানের অভাবে উদ্ভিদের পাতা, ফুল ও ফল ঝরে যায়? উত্তর : ফসফরাস ১৫। কোন উপাদানের অভাবে ডাইব্যাক রোগ হয়? উত্তর : সালফার ১৬। পাতার শীষর্ ও কিনারা হলুদ হওয়ার কারণ কী? উত্তর : পটাসিয়ামের অভাব ১৭। কোন উপাদানের অভাবে ফুলের কুঁড়ির জন্ম হয়? উত্তর : বোরন ১৮। অতিরিক্ত কোন হরমোন নিঃসরণের ফলে টক্সিক গলগÐ রোগ হয়? উত্তর : থাইরক্সিন ১৯। কোন উপাদান ক্লোরোসিস রোগের জন্য দায়ী? উত্তর : নাইট্রোজেন ২০। পাতার মৃত অঞ্চল সৃষ্টির জন্য দায়ী কোন উপাদান? উত্তর : ফসফরাস ২১। ফুল ফোটার সময় উদ্ভিদের কাÐ শুকিয়ে যায় কোন উপাদানের অভাবে? উত্তর : ক্যালসিয়াম ২২। কোন উপাদানের অভাবে উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার কমে যায়? উত্তর : ম্যাগনেসিয়াম ২৩। কোন উপাদানের অভাবে উদ্ভিদের পাতা বেগুনি রং ধারণ করে? উত্তর : ফসফরাস ২৪। কোন উপাদানের অভাবে কাÐ খসখসে হয়ে ফেটে যায়? উত্তর : বোরন ২৫। কোন উপাদানের অভাবে পাতার সবুজ রং হালকা হয়ে যায়? উত্তর : ম্যাগনেসিয়াম ২৬। উঘঅ, জঘঅ, অঞচ প্রভৃতির গঠনিক উপাদানের নাম কী? উত্তর : ফসফরাস ২৭। মিশ্র আমিষে কত প্রকার অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড পাওয়া যায়? উত্তর : ৮ প্রকার ২৮। উৎস অনুযায়ী আমিষ কত প্রকার? উত্তর : ২ প্রকার ২৯। আমিষে শতকরা কত ভাগ নাইট্রোজেন থাকে? উত্তর : ১৬% ৩০। আমাদের খাদ্য তালিকায় কমপক্ষে কত ভাগ প্রাণিজ আমিষ থাকা দরকার? উত্তর : ২০ ভাগ ৩১। গঠন পদ্ধতি অনুসারে শকর্রা কত প্রকার? উত্তর : ৩ প্রকার ৩২। দ্বি-শকর্রা কাকে বলে? উত্তর : দুই অণুবিশিষ্ট শকর্রাকে দ্বি-শকর্রা বলে।