ষষ্ঠ শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র
আজ তোমাদের জন্য ধ্বনি, বর্ণ ও সন্ধি নিয়ে আলোচনা করা হলো
প্রকাশ | ১২ জুন ২০২২, ০০:০০
মোচ্ছা. রুবিনা খাতুন, সহকারী শিক্ষক দখিনা রূপকারী উচ্চ বিদ্যালয় বাগাইছড়ি, রাঙামাটি
২৫। জিভের পেছনের অংশ উঁচু হয়ে আলজিভের মূলের কাছাকাছি নরম তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয়?
ক. জিহ্বামূলীয় ধ্বনি
খ. দন্ত ধ্বনি
গ. দ্বি-ওষ্ঠ্য ধ্বনি
ঘ. তালব্য ধ্বনি
উত্তর : ক. জিহ্বামূলীয় ধ্বনি।
২৬. জিভ স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পেছনে না সরে যেসব স্বরধ্বনি উচ্চারিত হয়, সেগুলোকে কী বলে?
ক. সম্মুখ স্বরধ্বনি
খ. মধ্য স্বরধ্বনি
গ. পশ্চাৎ স্বরধ্বনি
ঘ. নিম্ন স্বরধ্বনি
উত্তর : খ. মধ্য স্বরধ্বনি।
২৭. অগোলাকৃত স্বরধ্বনি কোনটি?
ক. অ খ. আ
গ. এ ঘ. ও
উত্তর : গ. এ।
২৮। কণ্ঠনালির মধ্যে ধ্বনিবাহী বাতাস পেয়ে উচ্চারিত ধ্বনিগুলো কী?
ক. জিহ্বামূলীয় খ. দন্ত
গ. কণ্ঠনালীয় ঘ. তালব্য
উত্তর : গ. কণ্ঠনালীয়।
২৯। জিহ্বামূলীয় ধ্বনি কোনটি?
ক. খ্ খ. ল্
গ. ট্ ঘ. থ্
উত্তর : খ. ল্।
৩০। কণ্ঠনালীয় ধ্বনি কোনটি?
ক. খ্ খ. ল্
গ. হ্ ঘ. থ্
উত্তর : গ. হ।
৩১। কোনটি সক্রিয় উচ্চারক?
ক. জিবের ডগা খ. দন্তমূল
গ. কোমল তালু ঘ. উপরের ঠোঁট
উত্তর : ক. জিবের ডগা
৩২. জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?
ক. সম্মুখ স্বরধ্বনি
খ. মধ্য স্বরধ্বনি
গ. পশ্চাৎ স্বরধ্বনি
ঘ. নিম্ন স্বরধ্বনি
উত্তর : ক. সম্মুখ স্বরধ্বনি।
৩৩। মুখের মধ্যে ফুসফুস-আগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে কী বলে?
ক. নাসিকা খ. স্পৃষ্ট
গ. ঘর্ষণজাত ঘ. কম্পিত
উত্তর : খ. স্পৃষ্ট।
৩৪। যেসব ব্যঞ্জন উচ্চারণের সময় বাতাস
কেবল মুখ দিয়ে বের হয়, সেগুলোকে কী ধ্বনি বলে?
ক. নাসিকা খ. স্পৃষ্ট
গ. ঘর্ষণজাত ঘ. কম্পিত
উত্তর : গ. ঘর্ষণজাত
৩৫। ঘর্ষণজাত ধ্বনি আর কী ধ্বনি হিসেবে পরিচিত?
ক. নাসিকা খ. স্পৃষ্ট
গ. শিস ঘ. কম্পিত
উত্তর : গ. শিস।
৩৬। যে ধ্বনি উচ্চারণকালে জিভ কম্পিত হয়, তাকে কী ধ্বনি বলে?
ক. নাসিকা খ. স্পৃষ্ট
গ শিস ঘ. কম্পিত
উত্তর : ঘ. কম্পিত।
৩৭। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জিভের পেছনের এক পাশ বা দুই পাশ দিয়ে বেরিয়ে যায় এবং জিভ দাঁত অথবা দন্তমূলে অবস্থান করে, তাকে কী ধ্বনি বলে?
ক. পার্শ্বিক খ. স্পৃষ্ট
গ. শিস ঘ. কম্পিত
উত্তর : ক. পার্শ্বিক
৩৮। অন্তঃস্থ ব্ ও অন্তঃস্থ য়্ কোন জাতীয় ধ্বনি?
ক. পার্শ্বিক খ. নৈকট্যমূলক
গ. শিস ঘ. কম্পিত
উত্তর : খ. নৈকট্যমূলক।
৩৯। নৈকট্যমূলক ধ্বনির আরেক নাম কী?
ক. পার্শ্বিক ধ্বনি খ. তরল ধ্বনি
গ. শিস ধ্বনি ঘ. কম্পিত ধ্বনি
উত্তর : খ. তরল ধ্বনি।
৪০। যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে মুখ দিয়ে অধিক বাতাস বের হয় ও নিচের চোয়ালের মাংসপেশিতে বেশি চাপ পড়ে, সেগুলোকে কী ব্যঞ্জন বলে?
ক. মহাপ্রাণ খ. অল্পপ্রাণ
গ. স্বল্পপ্রাণ ঘ. শব্দপ্রাণ
উত্তর : ক. মহাপ্রাণ।
৪১। ঘর্ষণজাত ধ্বনি কোনটি?
ক. প্ খ.র্
গ. ঢ়্ ঘ. শ্
উত্তর : ঘ. শ্।
৪২। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
ক. ৬টি খ. ৭টি
গ. ৮টি ঘ. ৯টি
উত্তর : খ. ৭টি
৪৩। বাংলা স্বরবর্ণ কয়টি?
ক. ৮টি খ. ৯টি
গ. ১০টি ঘ. ১১টি
উত্তর : ঘ. ১১টি
৪৪। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. কার খ. চিহ্ন
গ. ফলা ঘ. প্রতীক
উত্তর : ক. কার।
৪৫। বাংলা ব্যঞ্জনধ্বনি কয়টি?
ক. ৩৩টি খ. ৩৫টি
গ. ৩৭টি ঘ. ৩৯টি
উত্তর :ক. ৩৩টি
৪৬। বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?
ক. ৩৭টি খ. ৩৮টি
গ. ৩৯টি ঘ. ৪০টি
উত্তর : গ. ৩৯টি
৪৭। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. কার খ. চিহ্ন
গ. ফলা ঘ. প্রতীক
উত্তর : গ. ফলা
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়