এসএসসি পরীক্ষার প্রস্তুতি

জীববিজ্ঞান

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
বহু অণুবিশিষ্ট গøুকোজ রয়েছেÑ
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো জ্ঞানমূলক প্রশ্নোত্তর অধ্যায়Ñ৫ ৩৩। দ্বি-শকর্রার উৎস কী? উত্তর : চিনি ও দুধ ৩৪। কোন খাদ্যে বহু অণুবিশিষ্ট গøুকোজ রয়েছে? উত্তর : আলু ৩৫। সবুজ উদ্ভিদ কোন জাতীয় খাদ্য প্রস্তুত করে? উত্তর : শকর্রা ৩৬। সুক্রোজ ও ল্যাকটোজ কোন ধরনের শকর্রা? উত্তর : দ্বি-শকর্রা ৩৭। শকর্রা ও আমিষের তুলনায় চবিের্ত কতগুণ ক্যালরি থাকে? উত্তর : দ্বিগুণ ৩৮। উৎস অনুযায়ী ¯েœহ পদাথর্ কয় ধরনের? উত্তর : ২ ধরনের ৩৯। একজন পূণর্বয়স্ক লোকের জন্য প্রতিদিন কতটুকু চবির্র প্রয়োজন? উত্তর : ৫০-৬০ গ্রাম ৪০। কোন জাতীয় খাদ্য পাকস্থলীতে অনেকক্ষণ তাকে? উত্তর : ¯েœহ জাতীয় ৪১। চবির্ প্রধানত দেহের কোথায় জমা থাকে? উত্তর : ত্বকের নিচে ৪২। ভিটামিনকে কয় শ্রেণিতে ভাগ করা হয়? উত্তর : ২ শ্রেণিতে ৪৩। দুধ, ডিম, যকৃত, মাছের তেল ও ভোজ্যতেল হতে কোন ধরনের ভিটামিন পাওয়া যায়? উত্তর : ভিটামিন ‘ডি’ ৪৪।জীবন রক্ষায় অক্সিজেনের পর কোনটির অবস্থান? উত্তর : পানি ৪৫। মানবদেহে পানির কাজগুলোকে কয়ভাগে ভাগ করা যায়? উত্তর : ৩ ভাগে ৪৬। একজন পূণর্বয়স্ক মানুষের দৈহিক ওজনের শতকরা কত ভাগ পানি থাকা প্রয়োজন? উত্তর : ৪৫-৬০ ভাগ ৪৭। রাফেজযুক্ত খাবার বিষাক্ত বস্তুকে খাদ্যনালি থেকে কী করে? উত্তর : পরিশোষণ করে ৪৮। সেলুলোজ ও রাফেজ কোন ধরনের শকর্রা? উত্তর : জটিল ৪৯। খাদ্যঅঁাশ উদ্ভিদের কী তৈরি করে? উত্তর : কাঠামো ৫০। সুষম খাদ্যে আমিষ, চবির্ ও শকর্রার অনুপাত কত? উত্তর : ৪ : ১ : ১ ৫১। একজন পূণর্বয়স্ক পরিশ্রমহীন পুরুষের দৈনিক কত গ্রাম মাছ বা মাংস খাওয়া উচিত? উত্তর : ৩০ গ্রাম ৫২। ডিমের প্রতি ১০০ গ্রামে কী পরিমাণ চবির্ থাকে? উত্তর : ১৩.৩ গ্রাম ৫৩। একজন পূণর্বয়স্ক পরিশ্রমী মহিলার প্রতিদিনের সুষম খাদ্য তালিকায় কত গ্রাম পরিমাণ দুধ থাকা দরকার? উত্তর : ২০০ গ্রাম ৫৪। প্রতি ১০০ গ্রাম ইলিশ মাছে অমিষের পুষ্টিমাণ কত? উত্তর : ২১.৮ গ্রাম ৫৫। দৈনিক কত গøাস পানি পান করা উচিত? উত্তর : ৭-৮ গøাস