এসএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা দ্বিতীয়পত্র

একটা গান শোনাও-অনুরোধ অথের্

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

তাহের সিদ্দিকী শিক্ষক, আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর বাংলা অনুজ্ঞা ৪। আদেশ অথের্ অনুজ্ঞার উদাহরণ কোনটি? ক. আমটা খাও খ. সবাই এখানে আসুন গ. সুখী হও ঘ. স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো সঠিক উত্তর : ক. আমটা খাও ৫। অনুজ্ঞা কোন কালে ব্যবহৃত হয়? ক. বতর্মান ও ভবিষ্যৎ খ. ভবিষ্যৎ ও অতীত গ. বতর্মান ও অতীত ঘ. নিত্যবৃত্ত ও ঘটমান অতীত সঠিক উত্তর : ক. বতর্মান ও ভবিষ্যৎ ৬। অনুরোধ অথের্ অনুজ্ঞার ব্যবহার কোনটি? ক. মন দিয়ে পড়ো খ. মিথ্যা কথা বলবে না গ. একটি গান শোনাও ঘ. চুপ করো সঠিক উত্তর : গ. একটি গান শোনাও ৭। ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহৃত হয় না? ক. উত্তম পুরুষ খ. মাধ্যম পুরুষ গ. নাম পুরুষ ঘ. কোনোটিই নয় সঠিক উত্তর : ক. উত্তম পুরুষ ৮। অনুজ্ঞায় বাক্য গঠনে ‘সদা সত্য কথা বলবে’ কোন কালের উদাহরণ? ক. বতর্মানকালের খ. ভবিষ্যৎকালের গ. অতীতকালের ঘ. ঘটমান ভবিষ্যৎকালের সঠিক উত্তর : খ. ভবিষ্যৎকালের ৯। ‘একটা গান শোনাও’- এই বাক্যে ক্রিয়াপদটি কোন অনুজ্ঞা ভাব প্রকাশ করেছে? ক. আদেশ খ. উপদেশ গ. অনুরোধ ঘ. প্রাথর্না সঠিক উত্তর : গ. অনুরোধ ১০। ‘পাতিসনে শিলাতলে পদ্মপাতা’ বাক্যটিতে কী অথের্ অনুজ্ঞার ব্যবহার হয়েছে? ক. আদেশ খ. উপদেশ গ. অনুরোধ ঘ. অভিশাপ সঠিক উত্তর : খ. উপদেশ ১১। ‘সদা সত্য কথা বলবে’- কী অথের্ অনুজ্ঞার ব্যবহার হয়েছে? ক. আদেশ খ. অনুরোধ গ. উপদেশ ঘ. উচিত সঠিক উত্তর : ক. আদেশ ১২। ‘আমাকে সাহায্য করুন’ কী অথের্ অনুজ্ঞার ব্যবহার হয়েছে? ক. অনুরোধ খ. প্রাথর্না গ. আদেশ ঘ. উপদেশ সঠিক উত্তর : ক. অনুরোধ