জা না র আ ছে অ নে ক কি ছু

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
প্রশ্ন : এশিয়ার শীতল অরণ্য অঞ্চলের নাম কী? উত্তর : তৈগা। প্রশ্ন : পৃথিবীর উষ্ণতম স্থান কোনটি? উত্তর : আজিজিয়া, লিবিয়া। প্রশ্ন : হরমুজ প্রণালি কোথায় অবস্থিত? উত্তর : ওমান উপসাগর ও লোহিত সাগরের মধ্যে। প্রশ্ন : পূবর্ চীন সাগরকে দক্ষিণ চীন সাগরের সঙ্গে সংযুক্ত করেছে? উত্তর : ফরমোজা প্রণালি। প্রশ্ন : বাহরাইন কোথায় অবস্থিত? উত্তর : পারস্য উপসাগরে। প্রশ্ন : কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? উত্তর : হোয়াং হো নদীকে। প্রশ্ন : ইউরোপের আয়তন কত? উত্তর : ২,২৮,২৫,৯০৫ বগর্ কি.মি.। প্রশ্ন : ইউরোপ কোন গোলাধের্ অবস্থিত? উত্তর : উত্তর গোলাধের্। প্রশ্ন : জনসংখ্যার দিক দিয়ে ইউরোপ কততম মহাদেশ? উত্তর : দ্বিতীয়। প্রশ্ন : ইউরোপ পৃথিবীর মোট আয়তনের কত অংশ? উত্তর : ১৫.৭%। প্রশ্ন : আয়তনের দিক দিয়ে ইউরোপ কততম? উত্তর : তৃতীয়। প্রশ্ন : ইউরোপের মোট উপক‚ল রেখা কত? উত্তর : ৪১,২০৪ কি.মি.।