কুবিতে সচেতনতা ক্যাম্পেইন

প্রকাশ | ১৩ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর দিনব্যাপী শোভাযাত্রা, আলোচনা সভা, নাট্যাভিনয়, খেলাধুলাসহ নানা আয়োজনের মাধ্যমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। “নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য” এই ¯েøাগানকে সামনে রেখে নারীর জন্য নিরাপদ বিশ্ব সৃষ্টিতে ইউএন উইমেনের আয়োজনে বিশ্বব্যাপী সচেতনতার অংশ হিসেবে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কঁাঠাল তলায় এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ইউএন উইমেন (বাংলাদেশ) এর নিবার্হী প্রধান সালমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক এন এম রবিউল আউয়াল চৌধুরী। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, অফিসাসর্ অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষাথীর্রা।