ক্যাডেট কলেজে ভতির্ প্রস্তুতি

গণিত

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক,শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে প্রশ্নোত্তর দেয়া হলো। প্রশ্ন : কতটি ০.১ দ্বারা ২.১ গঠন করা যায়? উত্তর : ২১ প্রশ্ন : কতটি ১.০০১ দ্বারা ০.১৯৫ গঠন করা যায়? উত্তর : ১৯৫ প্রশ্ন : সাত অঙ্কবিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যার প্রথমে ৬ এবং শেষে ৩ আছে? উত্তর : ৬৯৯৯৯৯৩ প্রশ্ন : সাত অঙ্কবিশিষ্ট কোন ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে ৬ এবং শেষে ৩ আছে? উত্তর : ৬০০০০০৩ প্রশ্ন : একই অঙ্ক একবারের বেশি ব্যবহার না করে পঁাচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? উত্তর : ৯৮৭৬৫ প্রশ্ন : একই অঙ্ক একবারের বেশি ব্যবহার না করে পঁাচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? উত্তর : ১০২৩৪ প্রশ্ন : একই অঙ্ক একবারের বেশি ব্যবহার না করে পঁাচ অঙ্কের বৃহত্তম সংখ্যার অঙ্কগুলোর যোগফল কত হবে? উত্তর : (৯+৮+৭+৬+৫)=৩৫ প্রশ্ন : ২.৪ মিটার তারের ওজন ২৪ মিটার তারের ওজনের কত অংশ? উত্তর : ১/১০ অংশ প্রশ্ন : ২.৪ মিটার ০.১ মিটারের কত এককের সমান? উত্তর : ২৪ প্রশ্ন : কোথায় ‘০’ লেখা অপ্রয়োজনীয়? উত্তর : দশমিক বিন্দুর পর প্রশ্ন : এক ইঞ্চি = কত সেমি? উত্তর : ২.৫৪ সেমি প্রশ্ন : একটি জমির দৈঘর্্য এবং প্রস্থ দেয়া আছে, ক্ষেত্রফল বের করতে কী করতে হবে? উত্তর : দৈঘর্্য ও প্রস্থ গুণ করতে হবে প্রশ্ন : ৯ স্ট ১.৮ কত? উত্তর : ৫ প্রশ্ন : ৩০ স্ট ০.৫ কত? উত্তর : ৬০ প্রশ্ন : ৯ স্ট ০.০১২ কত? উত্তর : ৭৫০ প্রশ্ন : গাণিতিকভাবে গড় নিণের্য়র সূত্রটি লেখÑ উত্তর : গড় = রাশিগুলোর যোগফল স্ট রাশিগুলোর সংখ্যা প্রশ্ন : কিছুসংখ্যক রাশি দেয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায়, তাকে রাশিগুলোর কী বলে? উত্তর : গড় প্রশ্ন : তিন সংখ্যার সমষ্টি ৩৩০ হলে তাদের গড় কত? উত্তর : ১১০ প্রশ্ন : ৬টি সংখ্যার যোগফল ৫৭ হলে তাদের গড় কত? উত্তর : ৯.৫