এইচএসসির সমাজকর্ম প্রথম পত্র

প্রকাশ | ২৪ জুন ২০২২, ০০:০০

মনিরুল হক রনি প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা
৩০. পেশা ও বৃত্তির মূল সাদৃশ্য হলো, উভয়ই- ক) জীবিকা অর্জনের পন্থা খ) নীতি ও মূল্যবোধ মেনে চলে গ) দায়িত্ব ও জবাবদিহিতার আওতাধীন ঘ) বিশেষ জ্ঞান ও নৈপুণ্যসম্পন্ন উত্তর : ক) জীবিকা অর্জনের পন্থা ৩১. বৃত্তি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী? ক) ঙপপঁঢ়ধঃরড়হ খ) চৎড়ভবংংরড়হ গ) ঔড়ন ঘ) ঊসঢ়ষড়ুসবহঃ উত্তর : ক) ঙপপঁঢ়ধঃরড়হ ৩২. একটি পূর্ণাঙ্গ পেশার জন্য কয়টি উপাদান অপরিহার্য? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি উত্তর : গ) ৪টি ৩৩. 'ঞযব ঢ়ৎড়ভবংংরড়হ: জড়ষবং ধহফ জঁষবং' গ্রন্থটি কার লেখা? ক) ড অ ভৎরবফষধহফবৎ খ) ডরষনবৎঃ ঊ.গড়ড়ৎব গ) জড়নবৎঃ খ ইধৎশবৎ ঘ) গড়ৎধষং ধহফ ঝযবধভড়ৎ উত্তর : খ) ডরষনবৎঃ ঊ.গড়ড়ৎব ৩৪. ড. অ.ঋৎরবফষধহফবৎ পেশার কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি উত্তর : ঘ) ৫টি ৩৫. মূল্যবোধ মানুষের মধ্যে সৃষ্টি করে- \হর) সচেতনতাবোধ রর) বিশ্বাসবোধ ররর) দায়িত্ববোধ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর ৩৬. 'ব্যক্তি বা সামাজিক গোষ্ঠীর প্রত্যাশিত আচরণের সুবিন্যস্ত প্রকাশই হচ্ছে মূল্যবোধ।'-উক্তিটি করেছেন- ক) গ্রিন উড খ) এ ই বেন গ) এম ডবিস্নউ পামফ্রে ঘ) আর এ স্কিডমোর উত্তর :গ) এম ডবিস্নউ পামফ্রে ৩৭. যে কোন পেশার জন্য অপরিহার্য বৈশিষ্ট্য কী? ক) জ্ঞান খ) দক্ষতা গ) নৈপুণ্য ঘ) পেশাগত সংগঠন উত্তর : ঘ) পেশাগত সংগঠন উদ্দীপকটি পড়ো এবং ৩৮ ও ৩৯নং প্রশ্নের উত্তর দাও। সিডরে ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি নির্মাণ এবং গ্রামের উন্নয়নের কাজ করতে এসে এলাকার মেম্বার সাহেব গ্রামবাসীর সব সিদ্ধান্ত ও মতামত গ্রহণ করলেন। তাছাড়া কোনো সিদ্ধান্ত তিনি গ্রামবাসীর ওপর চাপিয়েও দিলেন না। ৩৮. মেম্বার সাহেবের সাথে মিল রয়েছে- ক) একজন সমাজকর্মীর খ) একজন স্বেচ্ছাসেবীর গ) একজন সাধারণ মানুষের ঘ) একজন সরকারি কর্মকর্তার উত্তর : ক) একজন সমাজকর্মীর ৩৯. মেম্বার সাহেবের গ্রামবাসীর সিদ্ধান্ত মেনে নেওয়ার যথার্থ কারণ হলো- র) তারাই তাদের সমস্যা ভালো বোঝে রর) তাদের সুপ্ত ক্ষমতা আছে ররর) তারা তাকে ভোট দিয়ে মেম্বার বানিয়েছেন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ক) র ও রর ৪০. সাধারণভাবে মূল্যবোধকে কয়টি দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়? ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি উত্তর : ঘ) ৬টি ৪১. সমাজকর্ম পেশার গুরুত্ব অপরিসীম, কারণ- র) সমাজের বহুমুখী সমস্যার সমাধান করে রর) সমাজকর্মীরা সমাজকে নিয়ন্ত্রণ করে ররর) সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : গ) র ও ররর ৪২. 'অহধষুংরহম ংড়পরধষ ঢ়ৎড়নষবসং" গ্রন্থটির রচয়িতা কে? ক) ড অ ভৎরবফষধহফবৎ খ) ডরষনবৎঃ ঊ.গড়ড়ৎব গ) ঋৎধহপরংবং ঊ. গবৎরষষ ঘ) গড়ৎধষং ধহফ ঝযবধভড়ৎ উত্তর :গ) ঋৎধহপরংবং ঊ. গবৎরষষ ৪৩. ব্যক্তির আদর্শ ধ্যান-ধারণা, রুচিবোধ ও বিশ্বাসকে কেন্দ্র করে গড়ে ওঠে কোন মূল্যবোধ? ক) ব্যক্তিগত মূল্যবোধ খ) সামাজিক মূল্যবোধ গ) গণতান্ত্রিক মূল্যবোধ ঘ) ধর্মীয় মূল্যবোধ উত্তর : ক) ব্যক্তিগত মূল্যবোধ ৪৪. মানব মর্যাদার প্রতি সম্মান প্রদর্শন ও সাম্য-সমাজকর্মের কোন ধরনের মূল্যবোধের উদাহরণ? ক) সামাজিক মূল্যবোধ খ) পরম মূল্যবোধ গ) সুনির্দিষ্ট মূল্যবোধ ঘ) চরম মূল্যবোধ উত্তর :খ) পরম মূল্যবোধ ৪৫. সমাজকর্ম অনুশীলনের চালিকাশক্তি এবং সমাজকর্মীদের পথ নির্দেশিকা হিসেবে আখ্যায়িত করা হয় কোন মূল্যবোধকে? ক) সামাজিক মূল্যবোধ খ) সমাজকর্ম মূল্যবোধ গ) প্রাতিষ্ঠানিক মূল্যবোধ ঘ) গণতান্ত্রিক মূল্যবোধ উত্তর : খ) সমাজকর্ম মূল্যবোধ ৪৬. সমাজকর্মীরা যে সব নীতির আলোকে তাদের কার্যক্রম পরিচালনা করেন- র) সকল কিছুর ঊর্ধ্বে থেকে পেশাগত দায়িত্ব পালন রর) মানবকল্যাণে জ্ঞান, দক্ষতা ও সমর্থন প্রদান ররর) যথাযথভাবে পেশাগত দায়িত্ব পালন নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর উত্তর : ঘ) র, রর ও ররর হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়