এসএসসি পরীক্ষার প্রস্তুতি

জীববিজ্ঞান

চালে শতকরা কত ভাগ শকর্রা থাকে?

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো জ্ঞানমূলক প্রশ্নোত্তর অধ্যায়Ñ৫ ৫৬। চালে শতকরা কত ভাগ শকর্রা থাকে? উত্তর :৭৯ ভাগ ৫৭। মসুর ডালে আমিষের পরিমাণ কত? উত্তর :২৪.১% ৫৮। ১ গ্রাম চবির্ হতে কত ক্যালরি শক্তি পাওয়া যায়? উত্তর :৯ ক্যালরি ৫৯। আয়োডিনের অভাবে কোন গ্রন্থি ফুলে যায়? উত্তর :থাইরয়েড ৬০। কোন ভিটামিনের অভাবে রিকেটস রোগ হয়? উত্তর :ভিটামিন ডি ৬১। কোন ভিটামিনের অভাবে রক্তশূন্যতা রোগ হয়? উত্তর :ভিটামিন-বি১২ ৬২। গলগÐ রোগ কয় প্রকার? উত্তর :২ প্রকার ৬৩। অতিমাত্রায় থাইরক্সিন হরমোন নিঃসরণের ফলে কী হয়? উত্তর :টক্সিক গলগÐ ৬৪। মৌলবিপাক শক্তি কাকে বলে? উত্তর :বিশ্রামরত অবস্থায় যে শক্তি ব্যয় হয় তাকে মৌলবিপাক শক্তি বলে। ৬৫। ১৫ কিলোক্যালরি = কত জুল? উত্তর :৬২,৭০০ জুল ৬৬। খাদ্য গ্রহণে আমাদের শরীর কত শতাংশ শক্তি পায়? উত্তর :১০-২০% ৬৭। আমাদের শরীরের কতভাগ শক্তির উৎপাদন বিএমআর নিয়ন্ত্রণ করে? উত্তর : ৬০-৭৫ ভাগ ৬৮। বিএমআরের পূণর্ নাম কী? উত্তর : বেসাল মেটাবলিক রেট ৬৯। শিম এ কত কিলোক্যালরি শক্তি আছে? উত্তর :৯৬ ৭০। মোটা হওয়ার প্রথম স্তরে বিএমআইয়ের মান কত? উত্তর :৩০-৩৪.৯ ৭১। বিএমআইয়ের মান কত হলে সুস্বাস্থ্য নিদের্শ করে? উত্তর :১৮.৫-২৪.৯ ৭২। বাণিজ্যিক রং কোন অঙ্গের কাযর্কারিতা নষ্ট করে? উত্তর :যকৃৎ ৭৩। মানুষের ছেদন দঁাত কয়টি? উত্তর :৪টি ৭৪। মানুষের স্থায়ী দঁাত কয় ধরনের? উত্তর :৪ ৭৫। দুজন মানুষের কয়টি প্রিমোলার দঁাত থাকে? উত্তর :১৬টি ৭৬। দঁাতের ডেন্টিনকে আবৃতকারী পাতলা আবরণের নাম কী? উত্তর : এনামেল ৭৭। অন্ত্রের প্রধান অংশ কয়টি? উত্তর :২টি ৭৮। ভিলাস কাকে বলে? উত্তর : ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে অবস্থিত আঙুলের মতো প্রক্ষেপিত অংশকে ভিলাস বলে।