এসএসসি পরীক্ষার প্রস্তুতি

বাংলা দ্বিতীয়পত্র

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

তাহের সিদ্দিকী শিক্ষক, আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য বাংলা দ্বিতীয়পত্র থেকে বহুনিবার্চনি প্রশ্নোত্তর দেয়া হলো বহুনিবার্চনি প্রশ্নোত্তর বাংলা অনুজ্ঞা ১৩। ভবিষ্যৎকালের অনুজ্ঞায় ব্যবহৃত হয়Ñ ক. উত্তম পুরুষ খ. নাম পুরুষ গ. মধ্যম পুরুষ ঘ. উত্তম ও নাম পুরুষ সঠিক উত্তর : গ. মধ্যম পুরুষ কারক ও বিভক্তি ১৪. নৌকা ঘাটে বঁাধাÑ‘ঘাটে’ কোন কারকের কোন বিভক্তি? ক. কমের্ দ্বিতীয়া খ. করণে সপ্তমী গ. অধিকরণে সপ্তমী ঘ. অপাদানে পঞ্চমী সঠিক উত্তর : গ. অধিকরণে সপ্তমী ১৫. কোন বিভক্তি ব্যাকরণের নিয়ম অনুসারে কারকে ব্যবহার হয় না? ক. চতুথীর্ খ. পঞ্চমী গ. ষষ্ঠী ঘ. সপ্তমী সঠিক উত্তর : ক. চতুথীর্ ১৬. ‘করণ’ শব্দটির অথর্ কী? ক. যা থেকে কিছু বিচ্যুত হয় খ. যাকে স্বত্বত্যাগ করে দান গ. যন্ত্র-সহায়ক বা উপায় ঘ. ক্রিয়া সম্পাদনের সময় সঠিক উত্তর : গ. যন্ত্র-সহায়ক বা উপায় ১৭. ‘মৃত জনে দেহ প্রাণ’ প্রাণ পদটি কোন কারকের কোন বিভক্তি? ক. কমের্ দ্বিতীয়া খ. কমের্ সপ্তমী গ. স¤প্রদানে চতুথীর্ ঘ. সম্প্রদানে সপ্তমী সঠিক উত্তর : ঘ. সম্প্রদানে সপ্তমী ১৮. ভাববাচ্যের কতার্য় কোন বিভক্তি যুক্ত হয়? ক. শূন্য, দ্বিতীয়া, ষষ্ঠী খ. ষষ্ঠী, দ্বিতীয়া গ. দ্বিতীয়া, তৃতীয়া, শূন্য ঘ. শূন্য, তৃতীয়া, ষষ্ঠী সঠিক উত্তর : খ. ষষ্ঠী, দ্বিতীয়া ১৯. কোনটি করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ? ক. পরীক্ষায় নকল করা ভালো নয় খ. ফুল তুলতে এলেম বনে গ. পাখিকে ঢিল মারলে কেন ঘ. রাত শেষ হয়ে এলো উত্তর : গ. পাখিকে ঢিল মারলে কেন ২০. ‘ব্যাপ্তি’ অথের্ সম্বন্ধ পদ কোনটি? ক. রাজার রাজ্য খ. বাটির দুধ গ. দেশের লোক ঘ. রোজার ছুটি সঠিক উত্তর : ঘ. রোজার ছুটি