ক্যাডেট কলেজে ভতির্ প্রস্তুতি

গণিত

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

সামছুর রহমান রুমান, শিক্ষক,শিক্ষা নিকেতন, চঁাদপুর য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য গণিত থেকে প্রশ্নোত্তর দেয়া হলো প্রশ্ন : ৬টি বইয়ের ওজন ৯২৪ গ্রাম হলে তাদের গড় ওজন কত? উত্তর : ১৫৪ গ্রাম প্রশ্ন : হামিদ ৫ বিষয়ে মোট ৪০০ নাম্বার পেলে গড়ে কত পেয়েছে? উত্তর : ৮০ প্রশ্ন : ২৫ লিটার ৫০ লিটারের Ñ %। খালি ঘরে কত বসবে? উত্তর : ৫০ প্রশ্ন : ১৬ জন লোক হলো ৩২ জন লোকেরÑ %। খালি ঘরে কত বসবে? উত্তর : ৫০ প্রশ্ন : বিনিয়োগকৃত টাকাকে কী বলা হয়? উত্তর : আসল প্রশ্ন : বাষির্ক মুনাফার হার ৬%। এর অথর্ কী? উত্তর : ১০০ টাকার ১ বছরের মুনাফা ৬ টাকা প্রশ্ন : বাষির্ক মুনাফার সূত্রটি লেখ উত্তর : আসল ´ বাষির্ক মুনাফার হার /১০০ প্রশ্ন : ০.৩ ´ ২ = কত? উত্তর : ০.৬ প্রশ্ন : ০.০২ ´ ৩ = কত? উত্তর : ০.০৬ প্রশ্ন : ৮৪.০ সংখ্যাটির ‘০’ বাদ দিয়ে কী লেখা যায়? উত্তর : ‘৮৪’ লেখা যায়। প্রশ্ন : কোনো রাশিকে যখন ১০ এবং ১০০ দ্বারা ভাগ করা হয়, তখন দশমিক বিন্দুর অবস্থান কী হয়? উত্তর : ভাজকে যতসংখ্যক শূন্য (০) থাকে, দশমিক বিন্দুর বঁায়ে তত ঘর সরে যায়। প্রশ্ন : কতগুলো ০.১ দ্বারা ৩.৫ হয়? উত্তর : ৩৫ প্রশ্ন : ০.১ মিটারের ২৪ এককের সমান কত? উত্তর : ২.৪ প্রশ্ন : ৪২.১৯৫ সংখ্যাটি দশমিক ভগ্নাংশ। এখানে ১, ৯ ও ৫ এর অবস্থান নিণর্য় কর। উত্তর : ০.১ দশমাংশ, ০.০৯ শতাংশ ও ০.০০৫ সহস্রাংশ। প্রশ্ন : কতটি ০.১ দ্বারা ২.১ গঠন করা যায়? উত্তর : ২১ প্রশ্ন : ৪২০৯ সংখ্যাটির ০-এর স্থানীয় মানের সাথে কত যোগ করলে ২-এর স্থানীয় মানের সমান হবে। উত্তর : ২০০। প্রশ্ন : ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সমান হবে? উত্তর : ১।