ববিতে ডিনস অ্যাওয়াডর্

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১১ ডিসেম্বর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২৯ শিক্ষাথীর্ পেলেন ডিনস অ্যাওয়াডর্। এবার প্রথমবারের মতো বিভিন্ন বিভাগের মেধাবী শিক্ষাথীের্দর ডিনস অ্যাওয়াডর্ প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কীতর্নখোলা অডিটোরিয়ামে অ্যাওয়াডর্ প্রদান অনুষ্ঠানে ২৯ মেধাবী শিক্ষাথীর্র হাতে ডিনস অ্যাওয়াডর্ তুলে দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন ২০১৫-১৬ শিক্ষাবষের্র গণিত, মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান, ম্যানেজমেন্ট স্টাডিজ, একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, মাকেির্টং, সমাজ বিজ্ঞান এবং লোকপ্রশাসন বিভাগের ২৯ জন মেধাবী শিক্ষাথীর্র মাঝে এ অ্যাওয়াডর্ প্রদান করা হয়। বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ড. মো. হাসিনুর রহমানের সভাপতিত্বে অ্যাওয়াডর্ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. একেএম মাহবুব হাসান, কলা ও মানবিক অনুষদের ডিন ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মুহসিন উদ্দীন, অ্যাওয়াডর্প্রাপ্ত শিক্ষাথীের্দর মধ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেন গণিত বিভাগের শিক্ষাথীর্ মো. আসলাম হোসেন এবং মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষাথীর্ সায়মা মুজিব। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় চেয়ারম্যানরা, প্রক্টর, প্রভোস্ট, পরিচালকরা, শিক্ষকমÐলী ও বিভিন্ন বিভাগের শিক্ষাথীর্রা। সম্মাননাপ্রাপ্ত ২৯ মেধাবী শিক্ষাথীর্র প্রত্যেককে পদক ও সনদপত্র প্রদান করা হয়।