বেরোবিতে দশক পূতির্ উৎসব

প্রকাশ | ১৫ ডিসেম্বর ২০১৮, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক য়
১২ ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) অথর্নীতি বিভাগের দশক পূতির্ উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অথর্নীতিবিদ ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভনর্র ড. আতিউর রহমান। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির সদস্য সচিব বিভাগটির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর খন্দকার জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন বিভাগটির বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. মোরশেদ হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আরএম হাফিজুর রহমান। আলোচনার পর বিভাগের বিভিন্ন ব্যাচের ভালো ফলাফল অজর্নকারী শিক্ষাথীর্র মাঝে মেরিট অ্যাওয়াডর্ প্রদান করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। দশক পূতির্ উৎসবের মূল কমর্সূচি শুরু হয় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে। এরপর স্মারক কেক কেটে বিভাগের সব শিক্ষক-শিক্ষাথীর্র অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ে প্রদক্ষিণ করে। দিনের শেষ কমর্সূচিতে বিশ্ববিদ্যালয় মাঠে কনসাটর্ অনুষ্ঠিত হয়।