শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চবি হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ১৫ অক্টোবর

চবি প্রতিনিধি
  ০১ জুলাই ২০২২, ০০:০০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাববিজ্ঞান বিভাগের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বিভাগটি। আগামী ১৫ অক্টোবর দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপন করবে বিভাগটি। অনুষ্ঠানের অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন শুরু হবে আগামী ৩ জুলাই থেকে। বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ২৯ জুন এসব জানানো হয়। আগামী ৩ জুলাই নিবন্ধন শুরু হয়ে চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর। এদিন ক্যাম্পাসে সকাল থেকে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার পর বিকালে শহরের জিইসি মোড়স্থ জিইসি কনভেনশন সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। নিবন্ধনে সাবেক শিক্ষার্থীদের জন্য ১ হাজার টাকা, বর্তমান শিক্ষার্থীদের ৩০০ টাকা ও পরিবারের সদস্য প্রতি ৫০০ টাকা ধার্য করা হয়েছে। এ অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বিভাগের শিক্ষক ও অ্যালামনাইদের সমন্বয়ে একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে