চবি হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী ১৫ অক্টোবর

প্রকাশ | ০১ জুলাই ২০২২, ০০:০০

চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হিসাববিজ্ঞান বিভাগের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বিভাগটি। আগামী ১৫ অক্টোবর দিনব্যাপী সুবর্ণজয়ন্তী উদযাপন করবে বিভাগটি। অনুষ্ঠানের অংশগ্রহণের জন্য অনলাইন নিবন্ধন শুরু হবে আগামী ৩ জুলাই থেকে। বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ২৯ জুন এসব জানানো হয়। আগামী ৩ জুলাই নিবন্ধন শুরু হয়ে চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ অক্টোবর। এদিন ক্যাম্পাসে সকাল থেকে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার পর বিকালে শহরের জিইসি মোড়স্থ জিইসি কনভেনশন সেন্টারে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। নিবন্ধনে সাবেক শিক্ষার্থীদের জন্য ১ হাজার টাকা, বর্তমান শিক্ষার্থীদের ৩০০ টাকা ও পরিবারের সদস্য প্রতি ৫০০ টাকা ধার্য করা হয়েছে। এ অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বিভাগের শিক্ষক ও অ্যালামনাইদের সমন্বয়ে একটি আয়োজক কমিটি গঠন করা হয়েছে।