গণ বিশ্ববিদ্যালয়ে কর্মশালা

প্রকাশ | ০১ জুলাই ২০২২, ০০:০০

শিক্ষা জগৎ ডেস্ক
সাভার গণ বিশ্ববিদ্যালয়ে 'মাঙ্কিপক্সের অতীত বর্তমান ও ভবিষ্যৎ' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি'র সভাকক্ষে ২৯ জুন অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতি ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডক্টর মো. আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. ইকবাল হোসেন এবং রেজিস্ট্রার এস. তাসাদ্দেক আহমেদ। সেন্টার ফর মাল্টিডিসিপিস্ননারি রিসার্চ বিভাগ কর্তৃক আয়োজিত এ কর্মশালায় প্রধান আলোচক ছিলেন- মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর বিজন কুমার শীল। তিনি বলেন, ১৯৫৮ সালে ডেনমার্কে প্রথম মাঙ্কিপক্স শনাক্ত হয়। এরপর ১৯৭০ সালে আফ্রিকাতে এর সন্ধান পাওয়া যায়। ২০২২ সালে ৪০টি দেশে এটি শনাক্ত হয়েছে। আক্রান্ত লোকের সংস্পর্শে কেবল অন্যদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আক্রান্ত ব্যক্তির বিচ্ছিন্ন থাকা, ভিটামিন সি গ্রহণ ও ফিটকিরি ব্যবহার এ রোগের প্রাথমিক চিকিৎসা। সেন্টার ফর মাল্টিডিসিপিস্ননারি রিসার্চ বিভাগের পরিচালক মো. তারিকুল ইসলাম, আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ডা. লায়লা পারভীন বানুসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকরা এতে অংশ নেন।