এসএসসি পরীক্ষার প্রস্তুতি জীববিজ্ঞান

মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী?

প্রকাশ | ১৭ ডিসেম্বর ২০১৮, ০০:০০

মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা য়
প্রিয় শিক্ষাথীর্, আজ তোমাদের জন্য জীববিজ্ঞান থেকে জ্ঞানমূলক প্রশ্নোত্তর দেয়া হলো জ্ঞানমূলক প্রশ্নোত্তর অধ্যায়Ñ৫ ৭৯। মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী? উত্তর : যকৃৎ ৮০। ইউরিক এসিড কোথায় তৈরি হয়? উত্তর : যকৃতে ৮১। মানুষের কয় জোড়া লালাগ্রন্থি রয়েছে? উত্তর : ৩ জোড়া ৮২। যকৃৎ কয়টি অসম্পূণর্ খÐ নিয়ে গঠিত? উত্তর : ৪টি ৮৩। যকৃতের উদ্বৃত্ত গøুকোজ কিরূপে সঞ্চয় করে রাখে? উত্তর : গøাইকোজেন রূপে ৮৪। কোন এনজাইম শে^তসার পরিপাকে অংশ নেয়? উত্তর : টায়ালিন ৮৫। যকৃতে অ্যামাইনো এসিড কী জাতীয় পদাথর্ শোষণে সাহায্য করে? উত্তর : স্নেহ ৮৬। ইউরিয়া কোথায় তৈরি হয়? উত্তর : যকৃতে ৮৭। অগ্ন্যাশয় রসে কোন এনজাইম থাকে? উত্তর : লাইপেজ ৮৮। সিগেলা নামক ব্যাকটেরিয়ার আক্রমণে কোন রোগ হয়? উত্তর : আমাশয় ৮৯। বেরিয়াম এক্স-রে এর মাধ্যমে কোন রোগ নিণর্য় করা যায়? উত্তর : গ্যাস্ট্রিক আলসার ৯০। ক্ষুদ্রান্ত্রের অন্তঃপ্রাচীরে অবস্থিত আঙুলের মতো অংশটি কী? উত্তর : ভিলাই অধ্যায় Ñ ৬ ১। প্রোটোপ্লাজমের শতকরা কত ভাগ পানি? উত্তর : ৯০% ২। কাঠ দীঘির্দন পানির সংস্পশের্ থাকলে ফুলে ওঠার কারণ কী? উত্তর : ইমবাইবিশন ৩। কীসের অভাবে পত্ররন্ধ্র উন্মুক্ত হয়? উত্তর : সূযাের্লাক ৪। বষার্কালে ঘরের দরজা আটকানো কষ্টকর হয় কীসের জন্য? উত্তর : ইমবাইবিশন ৫। প্রোটোপ্লাজমের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে কী থাকে? উত্তর : পানি ৬। কোষপ্রাচীর ও প্রোটোপ্লাজম কলয়েডধমীর্ হওয়ায় কোন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়? উত্তর : ইমবাইবিশন ৭। ব্যাপন কাকে বলে? উত্তর : যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে তাকে ব্যাপন বলে। ৮। অভিস্রবণ প্রক্রিয়া ঘটতে হলে দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণকে কী দ্বারা পৃথক করতে হবে? উত্তর : বৈষম্যভেদ্য পদার্ ৯। ব্যাপন কোন ধরনের প্রক্রিয়া? উত্তর : জৈব প্রক্রিয়া ১০। অভিস্রবণ সিলেকটিভলি ভেদ্য পদার্র মধ্যে দিয়ে কোন পদাথর্ স্থানান্তরিত হয়? উত্তর : দ্রাবক ১১। উদ্ভিদে গ্যাস বিনিময় ঘটে কীসের সাহায্যে? উত্তর : ব্যাপন ১২। ব্যাপন কোন চাপের ফলে ঘটে? উত্তর : ব্যাপন চাপ ১৩। জীবদেহের ভৌত ভিত্তি কী? উত্তর : প্রোটোপ্লাজম